________________
পূর্বাশ্রম
বেলাকার সোনালী রোদ এসে পড়েছে বর্ধমানের মুখের ওপর। সৌম্য প্রদীপ্ত সেই মুখ ।
যশোদা কী আড়ালে চোখের জল ফেলেছিল? কে জানে ? যশোদার কথা কোথাও লেখা হয় নি। আর প্রিয়দর্শনা ?
বর্ধমানের অধিগত ছিল মতি, শ্রুত ও অবধিজ্ঞান। কিন্তু যে মুহূর্তে সে প্রব্রজ্যা গ্রহণ করল সেই মুহূর্তেই সে অধিগত করল মনঃপর্যায় জ্ঞান ।
মনঃপর্যায় জ্ঞানে জানা যায় পশুপক্ষী ও মানুষের অন্তগূঢ় মনোভাবকেও।
২१