________________
বর্ধমান মহাবীর
। ১৩। শ্রেণিকের মৃত্যুর পর কুণিক মগধের রাজধানী রাজগৃহ হতে চম্পায় স্থানান্তরিত করেছিলেন। তাই অধিকাংশ রাজপুরুষেরা এখন চপায় বাস করে।
বর্ধমান রাজগৃহ হতে চম্পার পূর্ণভদ্র চৈত্যে এসে অবস্থান করলেন। তারপর সেখান হতে চলে গেলেন বিদেহভূমির দিকে। কাকলীতে কিছু কাল অবস্থান করে তিনি এলেন মিথিলায়। সেই বর্ষাবাস তিনি মিথিলায় ব্যতীত করলেন।
॥ ১৪।
মিথিলা হতে তিনি আবার অঙ্গদেশে ফিরে এলেন। কারণ বৈশালী তখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। একদিকে মগধাধিপতি কুণিক ও তার বৈমাত্রেয় ভাইগণ, অন্যদিকে বৈশালী গণতন্ত্রের মুখ্যাধিনায়ক চেটক ও কাশী ও কোশলের আঠারাে গণমাজ। যুদ্ধে কুণিকের বৈমাত্রেয় ভাইদের সকলে নিহত হলেও কুণিকের হাতে বৈশালী গণতন্ত্রের পতন হল। কুণিক বৈশালীকে ধবংসস্তুপে পরিণত করে চম্পায় ফিরে এলেন।
বর্ধমান কিছুকাল চপায় অবস্থান করে আবার মিথিলায় ফিরে গেলেন। সেই বছরের বর্ষাবাসও তিনি মিথিলায় ব্যতীত করলেন।
১৫। বর্ষাবাস শেষ হলে বৈশালীর নিকট দিয়ে তিনি শ্রাবন্তীর দিকে গমন করলেন ও শ্রাবন্তীতে এসে ঈশান কোণস্থিত কোষ্ঠক চৈত্যে অবস্থান করবেন।
অংশীপুর গােশালকও সেই সময় খাৰীতে স্থান করছিলেন। তঃ মানের স ত্যাগ করৰার পর অধিকাংশ সময়ই তিনি