________________
তীর্থংকর
১৫ যায়। কিন্তু তার কথা কে শুনবে? তার কথা শুনলে কি তারা সােনা ও মণি-রত্ন পেত? তাই তারা চতুর্থ বল্মীকটিও ভেঙে ফেলল। ভেঙে ফেলতেই সেই বল্মীক হতে দৃষ্টিবিষ সাপ বেরিয়ে এল ও লােভী বণিকদের ভস্ম করে দিল।
আনন্দ, এই উপমা তােমার ধর্মাচার্যের জন্য। তিনি ধর্মাচার্যের যা পাবার তা সবই পেয়েছেন। নিজেকে তীর্থংকরও ঘােষিত করে দিয়েছেন। কিন্তু এতেও তার সন্তোষ নেই। কিন্তু সংসারে তিনিই কি একমাত্র জিন, তীর্থংকর ও সর্বজ্ঞ। অন্য কেউ কি জিন, তীর্থংকর ও সর্বজ্ঞ হতে পারে না। তবে কেন তিনি আমার সম্বন্ধে যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন, গােশালক মংখলীপুত্র, তীর্থংকর নয়। আনন্দ, তুমি যাও। গিয়ে তােমার গুরুকে সাবধান করে দাও যে। আমি এখুনি আসছি ও তার অবস্থা দুবুদ্ধি বণিকদের মত করছি।
আনন্দের আর ভিক্ষাচর্যায় যাওয়া হল না। তাড়াতাড়ি বর্ধমান যেখানে অবস্থান করছিলেন সেখানে ফিরে এলেন ও সমস্ত বিষয় তাকে নিবেদন করে বললেন, ভগ, গােশালক কি তপন্তেজে অন্যকে ভস্মীভূত করতে সমর্থ ? ভস্মীভূত করা কি তাঁর শক্তির অন্তর্গত।
বর্ধমান বললেন, হ্যা, আনন্দ, গােশালক তেলোলোয় অন্যকে ভস্মীভূত করতে সমর্থ, ভস্মীভূত করা তার শক্তির অন্তর্গত। কিন্তু তবুও সেই তেজোলেখায় তীর্থংকরকে ভস্মীভূত করা যায় না। যত তপােৰল গােশালকে আছে তার অনন্ত গুণ তপােল নির্থ শ্রমণে আছে। কিন্তু নিগ্রন্থ শ্ৰমণ ক্ষমাশীল হন, তাঁরা সেই তপােবলের ব্যবহার করেন না। যত তপােৰল নিগ্রন্থ শ্রমণে আছে তার অনন্তগুণ তপােৰল নিগ্রস্থ স্থৰিয়ে আছে। কিন্তু বিয়ে ক্ষমাশীল হন, সেই তপােৰলের ব্যবহার করেন না। যত তােৰল নিগ্রন্থ হুৰিয়ে আছে তার অনন্ত অপােৰল নি তীর্থংকয়ে আছে। কিন্তু নিগ্রন্থ তীকরে ক্ষমাশীল হন, সেই তপােৰলের ব্যবহার করেন না। আনন্দ, তুমি গৌতমাদি ৰিয়দেয় গিয়ে একথা জানিয়ে দাও যে গােশালক এখন তু ও ভােৰ নিয়ে এখানে আসছে।