Book Title: Vardhaman Mahavira
Author(s): Ganesh Lalwani
Publisher: Ganesh Lalwani

View full book text
Previous | Next

Page 201
________________ তীর্থংকর বিষাক্ত ও ঝাঁঝালো হবার জন্য জীবজগৎ পোষণ না করে নানারূপ ব্যাধি ও বেদনার উদ্ভব করবে। সেই জলে মানুষ পশুপক্ষী গাছপালা বিনষ্ট হবে, বৈতাঢ্য পর্বত ব্যতীত অন্য পর্বত অহরহ বজ্রপাতে ছিন্নভিন্ন হবে, গঙ্গা ও সিন্ধুর অতিরিক্ত অন্য নদী, সরোবর, তড়াগাদি পরিশু, শূন্য, সমতল হবে। ভগবন্, সেই সময় ভারতবর্ষের মাটির অবস্থা কিরূপ হবে ? গৌতম, সেই সময় মাটি অঙ্গার তুল্য হবে। আগুনের মত গরম, মরুভূমির মত বালুকাময়, শৈবালাচ্ছন্ন ঝিলের মত কঙ্করময় । ভগবন্, সেই সময়ে মানুষের অবস্থা কিরূপ হবে ? গৌতম, সেই সময় মানুষের অবস্থা অত্যন্ত দয়নীয় হবে । বিরূপ, ৰিবর্ণ, দুঃস্পর্শ, বিরস শরীর মানুষ নির্লজ্জ, কপট, ক্লেশপ্রিয়, হিংসক ও বৈরশীল হবে। তার নখ বড় হবে, চুল পিঙ্গল, বর্ণ শ্যাম, মাথা বিকৃত ও শরীর শিল্পাময় । ১৯৩ সে নির্বল হবে, বামনাকার হবে, ব্যাধিপীড়িত হবে, চর্মরোগগ্রস্ত হবে ও তার সমস্ত চেষ্টা নিন্দনীয় হবে। সে উৎসাহহীন হবে, সত্ত্বহীন হবে, তেজোহীন হবে। ১৩ ষোল বছর হতে না হতে বার্ধক্য প্রাপ্ত হয়ে মৃত্যু লাভ করবে । মানুষের সংখ্যা পরিমিত হবে। গঙ্গা ও সিন্ধু নদীর নিকটস্থ বৈতাঢ্য পর্বতের কন্দরে তারা বাস করবে। ভগবন্, সেই সময় মানুষ কি আহার করবে ? গৌতম, সেই সময় গঙ্গা ও সিন্ধু নদীর প্রবাহ রথমার্গের মত সঙ্কীর্ণ হবে । গভীরতা চক্রনাভির মত । সেই জল মৎস্য ও কচ্ছপাদিতে পূর্ণ থাকবে। মানুষ সকাল ও সন্ধ্যায় কন্দর হতে নির্গত হয়ে সেই কচ্ছপাদি ধরে ভাঙায় নিয়ে যাবে ও রোদে পুড়িয়ে তাদের মাংস আহার করবে। বর্ধমান সেখান হতে বিহার করে অপাপ৷ পুরীতে এলেন। সেই তার জীবনের অস্তিম বৰ্ষাবাস । -

Loading...

Page Navigation
1 ... 199 200 201 202 203 204 205 206 207