Book Title: Vardhaman Mahavira
Author(s): Ganesh Lalwani
Publisher: Ganesh Lalwani

View full book text
Previous | Next

Page 203
________________ তীংকর করবে না। তারা ভিয়-ভীৰিক আচাৰদেয় বহন করবে ও তাদের নিকট গমনাগমন করবে। সিংহকে যেমন অন্য প্রাণী পরাভূত করতে পারে না, কিন্তু মীম শরীরে উৎপন্ন কীটাদিই তাকে কষ্ট দিতে সমর্থ সেইরূপ জিনপ্রতি ধর্ম অন্যের দ্বারা বিনষ্ট হবে না কিন্তু স্বীয় অনুযায়ীদের কলহে দুর্বল ও অবনতিপ্রাপ্ত হবে। কমল যেমন পৰুে উৎপন্ন হয়, সেইরকম সৎ ও ধার্মিক ব্যক্তি সেচ্ছ দেশ বা হীনকূলে উৎপন্ন হতে দেখা যাবে। উষর ভূমিতে বীজ বপন করলে তা যেমন ফলদায়ী হয় না তেমনি উপদেশ অপাত্রে দেবার জন্য ফলদায়ী হবে না। শ্ৰমণ সঙ্গে মাদি গুণ রূপ কমলে চিত্রিত ও সুচানিবরূপ অলপূর্ণ কলসের মত মহর্ষি আর দেখা যাবে না। শকুত গরিত্রহীন আচার্যের মহর্ষিরূপে পূজিত হবে। | ভগ, জিন শাসনের এই অযােগতি মােধের কি কোনাে উপায় নেই। আছে বৈকি। পুণ্যপাল, আমি তার প্রতিই ইঙ্গিত করেছি। শ্রাবকেরা যদি ধর্মে তৎপর হয় ও শ্রমণেরা চারিত্রবান, গন গন্তু ও শাখাথিপতিরা যদি নিজেদের অভিবর্ষিত না করে জিন শাসনকে অভিবর্ষিত করে ও কলহ হতে বিরত হয় তবেই তা সম্ভব। কিন্তু পুণ্যপা, তা হওয়া দুষ্কর। ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারে বীতশ্রদ্ধ হয়ে পুণ্যপাল বর্ধমানের কাছে এত্তজিত হলেন। গৌতম তখন আগামী পঞ্চম ও ষষ্ঠকাল সম্পর্কে মানকে বহুবিধ প্রশ্ন করলেন। বর্ধমান প্রায় প্রত্যুত্তর দিয়ে বললেন, গৌতম আমার নির্বাণের তিন বছর সাড়ে আট মাস পরে পম কাল হবে। সেইকালে এত েেত্র কোনাে তীর্থংকৰ কে এম কৰে না। জামায় এতেৰাশী সূর্যের সু নামে এক শিয় হবে-এই অগির সেই অতি বেলী। * এই ৰেমান সমগণ হতে

Loading...

Page Navigation
1 ... 201 202 203 204 205 206 207