Book Title: Vardhaman Mahavira
Author(s): Ganesh Lalwani
Publisher: Ganesh Lalwani

View full book text
Previous | Next

Page 206
________________ ১৮ বর্ধমান মহাবীর সমগ্ৰ পাৰা এক গভীর শােকসাগরে নিমতি হল। গৌতম পার্শ্ববর্তী গ্রাম হতে ফেরার পথে সেই খবর পেলেন— ভগবান কালগত হয়েছেন। শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আক্ষেপ করে বলতে লাগলেন, বিশ্বাস হয় না যে আমি দীর্ঘ তিরিশ বছর তাকে ছায়ার মত অনুসরণ করেছি, তিনি তাঁর নির্বাণ সময়ে আমায় দূরে সরিয়ে দেবেন! আমার কী দুর্ভাগ্য যে সেই সময় আমি তার কাছে থাকতে পারলাম না। আমার হৃদয় বস্ত্র দিয়ে তৈরি তাই তা এখনাে বিদীর্ণ হচ্ছে না। তারাই ভাগ্যবান যারা সেই সময় তাঁর কাছে ছিল। জানি না তিনি কেন আমায় পরিত্যাগ করলেন। কিন্তু না •• সহসা তাঁর বর্ধমানের সেই কথা মনে পড়ল, গৌতম, তােমা আমার সম্পর্কে ত আজকের নয়, জন্ম জন্মান্তরের। এক সঙ্গে ছিলাম, এক সঙ্গে আছি, সিলীলায় একসঙ্গে অনন্তকাল থাকৰ। | তৰে? তবে তিনি কেন শেষ সময়ে আমাকে পরিত্যাগ করলেন•••না না না, তাঁতে পরিত্যাগের প্রশ্ন কোথায়? তিনি বীতরাগ। বীতরাগ তাই এত সহজে তিনি আমায় দূরে সরিয়ে দিতে পারলেন তাই ত। সেই বীতরাগে আমার অনুরাগ ? না, আমার তাই হতে হবে। আমায় বীতরাগ হতে হবে। •• তাই হৰে ভগ, তাই হবে। আমি এই মুহূর্তে তােমার প্রতি আমার সমস্ত অনুরাগ পরিত্যাগ করলাম••• একি—একি আলােয় না! একি চেতনার পরিপ্লান। এ আমি কোথায় হারিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি.••আকাশ বাতাস আজ সৰ নিল হয়ে গেছে, অত্র আলােয় পরমাণু আমাকে ব্যাপাদিত করে চলেছে। গৌতম, তুমি আমি একসঙ্গে ছিলাম, 'একসঙ্গে এসেছি, একস সেই অনন্ত জীবন।

Loading...

Page Navigation
1 ... 204 205 206 207