________________
১৫
তীর্থকর করি। আলজিকার পত্তকালয় চৈত্যে নােহের শরীর পরিত্যাগ করে তাৱৰাজেয় শরীরে প্রবেশ করি ও সেখানে আঠারাে বছর বাস করি। বৈশালীতে কোণ্ডিয়ায়ন চৈত্যে ভারদ্বাজের শরীর পরিত্যাগ করে গৌতমপুত্র অর্জুনের শরীরে প্রবেশ করি ও সতেরাে বছর সেখানে বাস করি। শ্রাবন্তীর হালাহলার ভাণ্ডশালায় অর্জুনের শরীয় পরিত্যাগ করে স্থির, দৃঢ় ও কষ্টক্ষম গােশালকের শরীরে প্রবেশ করি। এই শরীরে যােল বছর থাকবার পর আমি মােক্ষপদ লাভ করব। আর্য কাশ্যপ, এখন তুমি নিশ্চয়ই জানতে পেরেছ, আমি কে? তুমি যদিও আমাকে গােশালক বলে অভিহিত করছ তবু আমি বাস্তবে গােশালক নই, গােশালকের শরীরধারী উদায়ী কুণ্ডিয়ান।
গােশালক একটুখানি থামতেই বর্ধমান তার দিকে চেয়ে বললেন, গােশালক, চোর যেমন নিজেকে গােপন করবার জন্য অন্য পরিচয় দেয়, নিজেকে তেমনি তুমিও অন্য লােক বলে প্রমাণিত করতে চাইছ। কিন্তু মহানুত, এভাবে নিজেকে ভিন্ন আত্মা বলে প্রমাণিত করা যায় না। এবং তার জন্য তুমি বৃথাই মিথ্যার আশ্রয় গ্রহণ করছ। তুমিই সেই মংখলীপুত্র গােশালক যে কিছুকাল আমার সঙ্গে ছিল। আর্য, তােমাতে এই মিথ্যাচরণ শােভা পায় না।
গােশালক এতে বিনীত হওয়া ত দূরের কথা, আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। রূঢ় স্বয়ে বর্ধমানের দিকে চেয়ে বলে উঠলেন, শােন ধৃষ্ট কাপ, তােমার বিনাশকাল এখন সমুপস্থিত। তুমি এখন নষ্ট হতে বসেছ। মনে করাে তুমি যেন পৃথিবীতে কোনাে কালেই জন্মগ্রহণ কৰােনি। আমি তােমাকে সহজে অব্যাহতি দেৰ না।
বর্ধমানের প্রতি এই কটুক্তি, এই হীন শব্দ প্রয়ােগ, বর্ধমান শিষ্য সর্বানুভূতি সহ্য করতে পারল না। সে গােশালকের কাছে গিয়ে বলল, শােননা মহানুভৰ গােশালক, যদি কেউ ধর্ম এবার কাছে ধর্ম এৰচন শােনে সে তবে তাকে না ও নমস্কার করে। আর ইনি ত তােমার ধমক। এর প্রতি এত হন কটুক্তি। মহাত, এ তােমায় লােগ পায় না। এ তােমার উচিত নয়।