________________
তীর্থংকর তােমার দু’জন শিয়কে মৃত্যুবরণ করতে দেখেও এখনাে তােমার দম্ভ গেল না, কাশ্যপ। আমি তােমার শিয়। কখনাে না। আমি উদায়ী কুণ্ডিয়ান। চরম তীর্থংকর।•••কাপ, তুমি নিৰীৰ। যদি তােমার মধ্যে এতটুকু শক্তি ও মনুষ্যত্ব থাকত তৰে তুমি এদের বাঁচাবার চেষ্টা করতে। না, তা তােমার মধ্যে নেই.••তবে চির জীবনের এই অনুশােচনার হাত হতে তােমাকেও আমি মুক্তি দেব। তােমার উপর আমি আমার তেজোলেখার প্রয়ােগ করব, যদি ক্ষমতা থাকে তবে প্রতিরােধ কর।
তীর্থংকর যেমন রক্ষাও করেন না তেমনি প্রতিরোেধও করেন না, গােশালক। তবে তেজোলেখা তীর্থংকরকে দক্ষ করে না। মেরুপৰ্বতে প্রতিহত বাতাসের মত তা ফিরে যায় এবং যে তার এয়ােগ করে তার শরীরে প্রবেশ করে তাকে দগ্ধ করে। তােমার প্রযুক্ত তেজোলো আমার এখান হতে প্রতিহত হয়ে তােমার কাছেই ফিরে গেছে। তার বাসায় তুমিই এখন দগ্ধ হই।
তার জ্বালায় সত্যি তখন দগ্ধ হচ্ছিলেন গােশালক কিন্তু সেকথা একান্তে স্বীকার করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি জ্বালায় পীড়িত হয়েও উদভ্রান্তের মত বলে উঠলেন, মিথ্যে কথা বলছ, কাশ্যপ, আমার তেজোলো আমার শরীরে প্রবেশ করেনি। ভােমার শরীরেই প্রবেশ করেছে। এর প্রভাবে ছ'মাসের মধ্যে তুমি পিত্ত ও দাহ জ্বরে আক্রান্ত হয়ে ছদ্মস্থ অবস্থায় মৃত্যু বরণ করবে। | না, গােশালক। দু’মাসের মধ্যে পিত্ত ও দাহ জ্বরে আমার মৃত্যু হবে না। আমি এখনাে যােল ৰছর আরও বেঁচে থাকৰ। আর তুমি তােমার নিজের তেজােলেখার দগ্ধ হয়ে সাতদিনের মধ্যে ছদ্মন্থ অবস্থায় মৃত্যু বৰণ কৰে। গােশালক, তুমি ভালাে করােনি। এখনাে সময় রয়েছে। পাত্তাপ কমে, এতিমণ করে রাতে উণতি লাভ করতে পার।
মাের উপদেশ দিতে হবে না, কাপ। তুমি তােমার নিজের