________________
১৭২
বর্ধমান মহাবীর ভগৰ, আপনার অ্যাৰাধ কি ?
সােমিল, আমার শরীরে বাত, পিত্ত, কফ আদি শরীয় সম্বন্ধীয় যে দোষ তা উপশান্ত হয়েছে তাই আমার অবাধ।
ভগব, আপনার প্রাক বিহার কি?
সােমিল, আমি দেবালয় চৈত্য, স্ত্রী, পশু ও নপুংসকহীন বসতি আদিতে নির্দোষ ও এষণীয় পঠ ফলক, শষ্যাদি প্রাপ্ত হয়ে বিচরণ করি। তাই আমার প্রাক বিহার।
বর্ধমানের এই প্রত্যুত্তরে সােমিল সন্তুষ্ট হলেন। তারপর অনেকক্ষণ ধয়ে তাকে নানাবিধ প্রশ্ন করলেন। শেষে জিজ্ঞেস করলেন, ভগ, আপনি এক না দুই ? আপনি অক্ষয়, অব্যয়, সৎ না ভূত, ভবিষ্যৎ, বর্তমানে অনেক রূপধারী?
বর্ধমান বললেন, সােমিল, আমি এক, আবার দুইও। আমি অক্ষয়, অব্যয়, সৎ, আবার ভূত, ভবিষ্যৎ, বর্তমানে ৰহৰূপধারীও।
ভগ, সে কি রকম?
সােমিল, আত্মব্যরূপে আমি এক, কিন্তু জ্ঞান ও দর্শন রূপে আমি দুই। আত্মপ্রদেশের অপেক্ষায় আমি অক্ষয়, অব্যয় ও সৎ কিন্তু পর্যায়ের দৃষ্টিতে আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমানে নানারূপধারী।
এ সেই অনেকান্তৰাদের কথা। ব্যরূপে নিত্য, পায়রূপে অনিত্য। এবং বাস্তবে সত্যও তাই।
সােমিল তত্বেপদেশ পেয়ে শ্রাবক ধর্ম গ্রহণ করলেন। বর্ধমান সেই বছরের চাতুর্যন্ত সেখানেই ব্যতীত করলেন।
বর্ষাশেষে ৰাণিজ্যগ্রাম হতে এজন করে কোশলের সাকে আৰী আদি নগর হয়ে পালের কালিপুরে এনে উপস্থিত হলেন ও নগয়ে যান উনে অন করলেন।