________________
১৮
বর্ধমান মহাৰীয় , কালোেদায়ি, তা পারে না। শােয়, ৰা ৰা দাড়াননা কেবল পুদগলান্তিকায়ের ওপরই হতে পারে বা রূপী ও অজীবকায়, অন্যত্র নয়।
ভগৰ, পুদগলান্তিকায়ে জীবের দুষ্টৰিপাক পাপ কর্ম কি হয়ে থাকে।
, কালােদায়ি, তা হয় না। ভগব, তবে কি জীস্তিকায়ে জীবের দুষ্ট বিপাক পাপ কর্ম হয়ে থাকে।
হ্যা, কালােদামি, কোনােকার কর্ম কেৰলজীৰান্তিকায়েই সম্ভব।
বর্ধমান তখন পঞ্চান্তিকারের বিষয়টি তার কাছে সুস্পষ্ট করে বিবৃত করলেন। শুনে কালােদায়ির নিগ্রন্থ প্রবচনে শ্রদ্ধা হল। সে নিগ্রন্থ এৰচন গ্রহণ করে বর্ধমানের কাছে দীক্ষিত হল।
রাজগৃহের ঈশান কোণে ধনাঢ্যদের প্রাসাদমালায় সুশােভিত নালন্দা নামে এক উপনগর ছিল। সেই উপনগরে লেৰ নামে এক ধনাঢ্য শ্রমণােপাক বাস করত। নালন্দার উত্তর-পূর্ব দিকে লেবর শেষ জৰিকা নামে এক উদশা ছিল। এই উদশালার নিকটে হস্তিযাম নামে এক উদ্যান ছিল।
একসময় ভগবান বর্ধমান হস্তিমে অবস্থান করছিলেন। সেই সময় একদিন শেষবিকার কাছে ইন্দ্রভূতি গৌতমের সঙ্গে পাশ্বাপত্য শ্ৰমণ মেতাষ গােত্রীয় উদকের দেখা হল। উদক গৌতমকে দেখতে পেয়ে বললেন, গৌতম, আপনাকে কিছু প্রশ্ন করতে ইচ্ছা করি। উপপত্তি পূর্বক উত্তর দিন।
গৌতম বললেন, আয়ুষ্মন, স্বচ্ছন্দে জিজ্ঞেস করুন।
উদক বললেন, গৌতম, আপনার ধর্মাচার্য শ্রমগােপাসককে এই বলে প্রত্যাখ্যান করান রাজা আদি কারণে কোন গৃহস্থ চোরকে ধরা ৰা, ছাড়ার অতিরিক্ত আমি এস জীবের হিংসা কৰ না। আৰ এই প্রকার প্রত্যাখ্যান অভিচার দোষে দুষ্ট। এতে যে প্রত্যাখ্যান কয় না করে উভয়েই দোষী হয়। কারণ মৃত্যুর পর আলীৰ