________________
১৭৭
তীর্থংকর এমগােপাসক মুক ওই যাচ্ছে। আমরা ওর কাছে গিয়ে আমাদের সন্দেহের নিরসন করি।
তখন তাঁরা সকলে মুদ্দকের কাছে গিয়ে উপস্থিত হলেন ৩ বললেন, মুক, নিগণ্ঠ নাতপু পাঁচ অস্তিকায়ের কথা বলেন। তিনি কাউকে জীব বলেন, কাউকে অজীব, কাউকে রূপ, কাউকে অরূপী। তােমায় এ বিষয়ে কি মত? তুমি কি ধর্মান্তিকায়াদিকে জান বা দেখ?
মুদ্দক বলেন, কালোদায়ি এদের কাজ হতে এদের অনুমান করাই যায়, অরূপী হবার জন্য ধর্মান্তিকায়াদিকে আনা বা দেখা যায় না।
মুক, তুমি কেমন শ্রমণেপাসক যে তােমার আচার্যোপদিষ্ট ধর্মান্তিকায়াদিকে তুমি দেখ না বা জান না?
আষগণ, বাতাস বইছে একথা কি সত্য? হ, সত্য। কিন্তু তাতে কি ? আর্যগণ, আপনারা কি তাদের রঙ ও রূপ দেখতে পান।
, বাতাসের রঙ বা রূপ দেখা যায় না। আর্যগণ, ঘ্রাণেন্দ্রিয় স্পর্শকারী গন্ধ পরমাণু কি আছে? হ্যা, আছে।
আর্যগণ, আপনারা কি সেই প্রাণেন্দ্রিয় স্পর্শকারী গন্ধ পরমাণু দেখতে পান।
না, গন্ধপরমাণু দেখা যায় না। আৰগণ, অরণির মধ্যে কি অগ্নি অবস্থান করে ? হা, করে। আপনারা কি অণির অন্তর্গত সেই অগ্নি দেখতে পান।
, দেখতে পাই না। . আর্যগণ, সমুহের ওই পায়ের কি কোনাে রূপ আছে। হ্যা, আছে। আৰগ, সমুজের এই পায়ের কাপ কি আপনারা দেখতে পান।