________________
তীর্থংকর জ্ঞানের ফল বিজ্ঞান বা বিশেষ জ্ঞান। জ্ঞান যখন আত্মরূপে ভাসমান হয় তখনি তা বিজ্ঞান। তগৰ, বিজ্ঞানের কি ফল? বিজ্ঞানের ফল প্রত্যাখ্যান, অর্থাৎ আত্মস্বরূপে যখন তা ভাসিত হয় তখন সমস্ত প্রকার বৃত্তি আপনা আপনি শান্ত হয়ে যায়।
গৌতৃম আবারও প্রশ্ন করলেন, তগৰ, প্রত্যাখ্যানের কি ফল ?
বর্ধমান বললেন, সংযম। অর্থাৎ বৃত্তি যখন আপনা আপনি শান্ত হয়ে যায় তখনি সর্বস্ব ত্যাগ রূপ সংযম উপলব্ধ হয়।
গৌতম আবারও প্রশ্ন করলেন, ভগ, সংযমের কি ফল?
গৌতম, সংযমের ফল আৰহিতত্ব। অর্থাৎ সংযম যার বিশুদ্ধ, পাপ ও পুণ্য তাকে স্পর্শ করে না, সে আত্মস্বরূপে অবস্থান করে।
ভগব, আবাহিতদের কি ফল?
তপ।
এ সামান্য তপস্যা নয়, এ ‘ত বর্গ হতে ‘প’ বর্গে আসা। ত’ বর্গ অহংকার’, ‘প’ বর্গ পুরুষ সত্তা। তাই ‘প’ থেকে ‘ত’ নয় (পতন) ‘ত’ থেকে ‘প' (তপস্)। অবরোহণ নয়, আরােহণ। অহংকার নাশে রূপ লাভ।
ভগব, তপের কি ফল? গৌতম, তপের ফল কর্মফল নাশ। ভগ, কর্মফল নাশের কি ফল। নিষ্ক্রিয়তা। ভগব, নিষ্ক্রিয়তার কি ফল? নিক্রিয়তার ফল সিজি। অজয়াম বর্ধমান সেই বর্ষাবাস রাজগৃহেই ব্যতীত করলেন।