________________
তীর্থংকর না, সন্দালপু, তার সঙ্গে বাদ বিবাদ করতে আমি সমর্থ নই।
কেন? আমার ধর্মাচার্যের সঙ্গে আপনি বাদ বিবাদ করতে কেন সমর্থ নন।
এই জন্যই সমর্থ নই যে যখন কোনাে যুবক মল্ল অপর মল্পকে ধরে তখন তাকে যেমন শক্ত করে ধরে তেমনি তিনি যখন হেতু, যুক্তি, প্রশ্ন ও উত্তরে যেখানেই আমাকে ধরেন সেখানেই আমাকে নিরুত্তর করে দেন। এই জন্য আমি তােমার ধর্মাচার্যের সঙ্গে বিবাদ করতে সমর্থ নই।
| দেৰামুপ্রিয়, আপনি যখন আমার ধর্মাচাৰ্য ধর্মোপদেশকে বাস্তবিক প্রশংসা করছেন তখন আপনাকে আমি আমার ভালায় অবস্থানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যথামুখ আমার ভাণ্ডশালায় অবস্থান করুন।
গােশালক তখন তাণ্ডশালায় এসে অবস্থান করলেন ও নানা সময়ে নানা ভাবে তাকে বােঝাবার চেষ্টা করলেন কিন্তু তাতে সফল হলেন না। তখন তিনি হতাশ হয়ে পােলাসপুর পরিত্যাগ করে চলে গেলেন। এই ঘটনায় বর্ধমানের ওপর তিনি মনে মনে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন।
বর্ধমান পােলাসপুর পরিত্যাগ করে বাণিজ্যগ্রামে গেলেন। সেখানে তিনি সেই বর্ষাবাস ব্যতীত করলেন।
॥ ১০। ৰাণিজ্যগ্রাম হতে নানা স্থানে পৰিব্ৰজন করতে করতে বর্ধমান এলেন রাজগৃহে। সেখানে তাঁর উপদেশে আকৃষ্ট হয়ে এবারে শ্ৰাৰকধর্ম গ্রহণ করলেন গাপতি মহাশতক।
বর্ধমানের ধর্মসভায় একদিন পাৰ্থাপত্য নিয়ে এলেন। তাঁরা বর্ধমান হতে খানিক দূরে দাঁড়িয়ে তাঁকে প্রশ্ন করলেন, তগৰ, এই লােক অসংখ্য প্রদেশ বিশিষ্ট হলেও পরিমিত। সেই পরিমিত লােকে