________________
১৪২
বর্ধমান মহাবীর
সদ্দালপুত্ৰ বলল, কে মহাব্রাহ্মণ ?
শ্ৰমণ ভগবান বর্ধমান ।
আর্য, তিনি মহাব্রাহ্মণ কি করে ?
তিনি জ্ঞান ও দর্শনের ধারক, জগৎ পূজিত ও সত্যিকার কর্মযোগী । তাই মহাব্রাহ্মণ । দেবানু প্রিয়, মহাগোপ কি এখানে
এসেছেন ?
কে মহাগোপ ?
শ্রমণ ভগবান বর্ধমান ।
তিনি মহাগোপ কি করে ?
এই সংসাররূপী মহারণ্যে ভ্রান্ত পথশ্রান্ত সংসারী জীবকে তিনি ধর্মদণ্ডে গোপন করে মোক্ষরূপ নিরাপদ স্থানে নিয়ে যান ৷ তাই তিনি মহাগোপ। দেৰালুপ্ৰিয়, মহাধর্ম কথী কি এখানে এসেছেন ?
কে মহাধর্মকথী ?
শ্রমণ ভগবান বর্ধমান ।
তিনি মহাধর্মকথী কি করে ?
অসীম সংসারে যার৷ ধর্ম পথ ভুলে গিয়ে ভ্রান্ত পথে গমন করছে তাদের ধর্মতত্ত্বের উপদেশ দিয়ে ধর্ম পথে আবার ফিরিয়ে আনছেন । তাই তিনি মহাধর্মকথী। দেবানুপ্রিয়, মহানির্যামক কি এখানে এসেছেন ?
কে মহা নির্যামক ?
শ্রমণ ভগবান বৰ্ধমান ।
তিনি মহানির্যামক কি করে ?
সংসার রূপ অগাধ সমুদ্রে নিমজ্জমান প্রাণীদের তিনি ধর্মরূপ নৌকায় ৰসিয়ে নিজে পারে উপস্থিত
করছেন তাই তিনি
মহানির্যামক ।
দেৰামুপ্ৰিয়, আপনি যদি এমন চতুর, এমন নৈয়ায়িক, এমন উপদেশক ও বিজ্ঞানী তৰে কি আপনি আমার ধর্মাচার্য ধর্মোপদেশক শ্রমণ ভগবান বর্ধমানের সঙ্গে বাদ বিবাদ করতে সমর্থ ?