________________
১৫
তীর্থংকর নােহ এভাবে প্রশ্নের পর প্রশ্ন করে চলল আর বর্ধমান তার প্রত্যুত্তর দিতে লাগলেন। শেষে হে প্রশ্ন করল, তগৰ, প্রথমে বী পরে গাছ, না প্রথমে গাছ পৰে ৰী।
বর্ধমান বললেন, নােহ, গাছ কিভাবে হয় ? বী হতে। আর বীজ। গাছ হতে।
তবেই, বললেন বর্ধমান, এ দুটি শাশ্বত ভাৰ। এদের মধ্যে আগে পরে নেই।
মােহ সন্তুষ্ট হয়ে নিরুত্তর হল।
মােহ নিরুত্তর হতে গৌতম লােফস্থিতি সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করলেন। বর্ধমান তার প্রত্যুত্তর দিতে গিয়ে বললেন আকাশের ওপর বায়ু, বায়ুর ওপর জল, জলের ওপর পৃথিবী, পৃথিবীর ওপর জীব প্রতিষ্ঠিত।
গৌতম প্রশ্ন করলেন, তগৰ, বায়ুর ওপর জল কিভাবে প্রতিষ্ঠিত।
বর্ধমান বললেন, গৌতম, কোনাে একটি মশক হাওয়ায় ভরে তার মাঝখানে যদি শক্ত করে বেঁধে দেওয়া হয় ও পরে ওপরের ভাগের হাওয়া বার করে জলে গুনে মাঝের বাঁধন আলগা করে দেওয়া হয়, তবে সেই জল হাওয়ার ওপর থাকবে কিনা?
গৌতম বললেন, হ, গৰ। বর্ধমান বললেন, ঠিক এই রকম। বর্ধমান সেই বর্ষাবাস রাজগৃহে ব্যতীত করলেন।
বর্ষাকাল শেষ হতে রাজগৃহ হতে পশ্চিমােন্তর প্রদেশের দিকে প্রস্থান করলেন নানা গ্রামা গ্রামে বিচরণ করতে করতে কংখলা নগরীর এ-পলাশ চৈত্যে এসে আশ্রয় নিলেন।