________________
বর্ধমান মহাবীর আত্মার নিজের স্বভাবের প্রতি ভ্রান্ত ধারণার সৃষ্টি করে পরবস্তুতে অহংকারের উদ্ভৰ কৰায়।
শ্বেতপক্ষী অর্থাৎ শুক্লখ্যান।
ধ্যান চায় প্রকারের। আর্ত, মৌজ, ধর্ম ও শুক্ল। আর্ত ও রোত্ৰ সংসারী মানুষের ধ্যান। প্রিয় বস্তুকে পাবার ও অপ্রিয় বস্তুকে পরিহার করবার যে ইচ্ছা তা আধ্যান। অষ্ণকে কষ্ট দেবার, অন্যের জিনিস অপহরণ করবার যে বাসনা তা রোধ্যান। সচিন্তা সদভাবনা ধৰ্মখ্যান। এমন কি আত্মচিন্তাও। শব্দ ও অর্থের অতীত বা রূপাতীত তাতে নিঃশেষে সমাহিত হওয়া শুরুধ্যান।
চিত্ৰকোকিল। বিবিধ জ্ঞানময় দ্বাদশা শ্রুতের নিরূপণ করবেন দেবার্য। গােৰ্গ অর্থাৎ শ্ৰমণ, শ্ৰমণী, শ্রাবক ও শ্ৰাবিক রূপ স ।
শ্ৰমণ ও শ্ৰমণী সাধু ও সাধ্বী। শ্রাবক ও শ্রাৰিকা গৃহস্থ ভক্ত শিষ্য ও শিষ্যা। এরাও দেবার্যের সেবা করবেন।
সমােবরে প্রস্ফুটিত পদ্মবন। চার রকম দেব সম্প্রদায় দেবর্ষের সেবায় উপস্থিত থাকবেন।
ভবনপতি, ব্যন্ত, জ্যোতিষ্ক ও বৈমানিক এই চার ভাগে দেব সম্প্রদায় বিভক্ত। এদের মধ্যে বৈমানিক দেবতারাই অধিক শক্তিশালী ও দীর্ঘায়ু।
সমুদ্রকে অতিক্রম করা। দেবায় সংসার সমুদ্র অতিক্রম করবেন।
উদীয়মান সূর্যের কিরণ প্রসারিত হচ্ছে অর্থাৎ দেৰাৰ অচিরেই কেবলজ্ঞান লাভ করবেন। | নিজের অন্ত্র দিয়ে মানুষােত্তর পর্বত জড়ানাে। দেবার্যের নির্মল যশােকাশি স্বর্গ মর্ত পাতাল সর্বত্র পৰিষ্যাপ্ত হবে।
মেরু পর্বতে আরােহণ। দেৰাৰ্য ধর্ম প্রজ্ঞাপনা করবেন।
এই পর্যন্ত বলে উৎপল থামল। অপর ৰমানের দিকে চেয়ে বলল, দেৰাৰ্য, একছড়া সুগন্ধি ফুলের মালা তার তাৎপর্য আমি বুঝতে পারিনি। যদি আপনি বুঝিয়ে দেন।