________________
सयान परालौन তেমন তেমন পরিগ্রহের পরিমাণ কমতে থাকে ও দুঃখী দেবতাদের সংখ্যাও কম হতে থাকে। দ্বাদশ সংখ্যক দেলােক অচ্যুত। নীচের এগারােটি দেবলােকের চাইতে সেখানে অনেক বেশী সুখ। কিন্তু পােগ,গল, তারপরও এমন দেবলােক রয়েছে যেখানে সকলে সুখী। সে কল্পাতীত দেবলােক। সেখানে দাসদাসী নেই, না রাজা প্রদা, সেখানে সকলেই ইচ্ছ। তাই তাদের অহমিন্দ্র বলা হয়। তাদের প্রয়ােজনও কম। যতটুকু প্রয়ােজন হয় তা আপনা হতেই পূর্ণ হয়ে যায়। এই কল্পতীত দেবলােকে নয় গৈবেষক ও পাঁচ অনুত্তর বিমান। সর্বশেষ বিমান সর্বার্থসিদ্ধি।
ভগব, আপনি ঠিকই বলেছেন। আমার দৃষ্টি সীমিত। আপনি আমায় শ্রমণ সঙ্গে গ্রহণ করুন।
পােগগল, তােমার যেমন অভিরুচি।
পােগগলের বর্ধমানের কাছে শ্ৰমণ দীক্ষা গ্রহণের খবর মুহূর্তে সর্বত্র রাষ্ট্র হয়ে গেল।
বর্ধমানের লােকোত্তর প্রতিভায় আকৃষ্ট হয়ে আতিয়ার বহু সংখ্যক জন সমুদায় তার শিষ্যত্ব গ্রহণ করল। এদের মধ্যে ছিলেন কোটিপতি গৃহস্থ চুল্লশতক ও তাঁর স্ত্রী বহুলা। তাঁরা শ্রাবক ধর্ম গ্রহণ
আলভিয়া হতে বর্ধমান এলেন রাজগৃহ। রাজগৃহেই তিনি বর্ষাবাস যাপন করলেন।
। ৭। বর্ষাবাসের পরও বর্ধমান আজগৃহেই রয়ে গেলেন। কারণ মগবাধিপ শ্রেণিক তখন যােষণা করেছিলেন যে, যে শ্রম ধর্ম গ্রহণ কৰে তার পরিবার পরিজন প্রতিপালনের ভার রাষ্ট্র গ্রহণ করবে। শ্রেণিকে সেই যােষণায় প্রকাৰে ৰং শােক সেদিন এমন সলে প্রবেশ করতে এগিয়ে এসেছিল। তাঁদের মধ্যে যেমন ছিল