________________
বর্ধমান মহাবীর
দেখলেন তীর্থংকরদের মতই তাঁর আয়ত চোখ, বিশাল ৰক্ষ, দিব্য
বিভা ।
98
বগ,গুর তখন একটু দ্বিধায় পড়ে গেলেন । তিনি এখন কার পুজো দেবেন ? ভগবান মল্লীনাথের না জীবন্তস্বামীর ?
বর্গ, গুরের মনের মধ্য হতে তখন কে যেন বলে উঠল, বগ গুর, ভাবী তীর্থংকর যখন স্বয়ং তোমার সামনে উপস্থিত তখন তুমি তীর্থংকর মূর্তিতে কেন পুজো দেবে ?
বর্গ গুর তখন বর্ধমানের পায়ের কাছে তাঁর পূজার্ঘ্য নিবেদন করে ফিরে গেলেন ।
বর্ধমান কিছুকাল সেখানে অবস্থান করলেন। গোভূমি হয়ে এলেন রাজগৃহ ।
রাজগৃহে তিনি অষ্টম বর্ষাবাস ব্যতীত করলেন ।
॥ ৯॥
তারপর 'উন্নাগ ও
রাজগৃহ হতে বর্ধমান আবার গেলেন অনার্য ভূমির দিকে। এখনো তাঁর অনেক ক্লিষ্ট কর্ম রয়েছে যাকে ক্ষয় করবার জন্য তাঁকে আরও অনেক দুঃখ বহন করতে হবে আরও করতে হবে কঠিন তপশ্চর্যা। তাই তিনি চলে এলেন রাঢ়দেশের বজজ ও সুবত ভূমিতে।
সে বছর তিনি অনার্য ভূমিতেই পরিভ্রমণ করলেন । এমন কি যখন নেমে এল বর্ষা তখনো তিনি আর্য ভূমিতে ফিরে গেলেন না, সেইখানেই রয়ে গেলেন ৷
কিন্তু সেখানে কে দেৰে তাঁকে আশ্ৰয় ? তাই বৃক্ষতলেই যাপন করতে হল তাকে সেই চাতুর্মাস্য ।
এ অঞ্চলে প্রায় একটানা বর্ষা। কড়কড় করে পড়ে বাদ, ঝমঝম করে জল। আকাশ আর মাটি একাকার হয়ে যায় যখন বাতাসে বৃষ্টিতে চলে প্রলয়ের তাণ্ডব। কিন্তু বর্ধমান নির্বিকার। হরস্ত