________________
জৈন মহাভারতঃ
জৈনদিগের হাতে পড়িয়া বাল্মীকির রামায়ণের যে প্রকার বিকৃতি ঘটিয়াছে, মহাভারতের উপাখ্যানে সেরূপ বিকৃতি দেখা যায় না। কেবল জৈন আবেষ্টনের মধ্যে সকলকে টানিয়া লওয়া হইয়াছে এবং জৈনমতে বিশ্বের বিবরণ ইহাতে স্থান পাইয়াছে। বক্তা মহাবীরশিষ্য গৌতম এবং শ্রোতা মগধাধিপতি শ্রেণিক ( বিম্বিসার)। গ্রন্থের নাম হরিবংশ-পুরাণ। কৃষ্ণের খুল্লতাত ভ্রাতা অরিষ্টনেমির কাহিনী বিশিষ্ট স্থান অধিকার করিয়া আছে। কৌরব, পাণ্ডব, কর্ণ প্রভৃতি সকলেই জৈন।
কয়েকখানি গ্রন্থের নামঃ ' জিনসেন বিরচিত হরিবংশ পুরাণ (৬৬ সর্গে, সংস্কৃত ভাষায়) ৭৮৩ খ্রঃ।
সকলকীর্তির হরিবংশ (৩৯টি সর্গ। প্রথম ১৪ সর্গের পরবর্তী অংশ জিনদাস বিরচিত) ১৫শ শতক। | মলধর দেবপ্রভ সূরি রচিত পাণ্ডবচরিত (১৮ সর্গ, ১২০০ খ্ৰীঃ)।
শুভচন্দ্র রচিত পাণ্ডবপুরাণ বা জৈন মহাভারত (১৫৫১ খ্ৰীঃ)। | বাদিচন্দ্র কৃত পাণ্ডবপুরাণ (১৮ সর্গ)।
রাজ্যবিজয় সূরি কৃত গদ্য গ্রন্থ, দেবপ্রভ-কৃত কাব্যগ্রন্থ হইতে সংকলিত। ১৬০৪ খ্রঃ।
গুণবর্ম (৮৮৬-৯১৩ খ্রঃ) কৃত হরিবংশ বা নেমিনাথচরিত। কন্নড় ভাষা।
পম্পাকবি (জন্ম ৯০২ খ্রঃ) কৃত পম্পা ভারত। কন্নড় ভাষা।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org