________________
জিনচরিত্র
তুষার রাশির গলগ্রহ ( অর্থাৎ তুষার-নাশক ), গ্রহগণের শ্রেষ্ঠ নায়ক, রাত্রি-বিনাশী, উদয় ও অন্তকালে মুহূর্তের জন্য সুখদর্শন, [ অন্য সময়ে ] দুর্নিরীক্ষ্যরূপ, রাত্রিকালে দুষ্কর্মার্থ বিচরণকারীদের প্রমর্দনকরী, শীতের প্রখরতা-মথনকারী এবং রশ্মিসহস্রে নিজের দীপ্ত শোভা বিকাশকারী ।
৩৯ ৷
৮. তারপর ত্রিশলা জাত্য-কনক-যষ্টি-প্রতিষ্ঠিত জনগণ-প্রেক্ষণীয়রূপ প্রমাণাতিরিক্ত আকার-বিশিষ্ট একটি ধ্বজ দেখিলেন। তাহা প্রগাঢ় নীল, রক্ত, পীত ও শুক্লবর্ণে সুকুমার ও উল্লসিত ময়ূরপুচ্ছ নির্মিত চূড়াসমন্বিত, সমধিক শ্রীসম্পন্ন। স্ফটিকতুল্য, শঙ্খতুল্য, অঙ্কপ্রস্তরতুল্য, - কুন্দতুল্য, উদক ফেনতুল্য এবং রাজত-কলসতুল্য শুভ্রবর্ণ সিংহ মস্তকদেশে স্থিত হইয়া একজন রাজার সম্মানের দ্বারা আর একজন রাজার সম্মান হরণ করিবার জন্য যেন গগনমণ্ডলের উপরেই লাফালাফি করিতেছে । ( অথবা ধ্বজ মস্তকস্থ শোভমান সিংহ যেন শোভমান গগনমণ্ডলকে ছিঁড়িয়া ফেলিবার জন্য লাফালাফি করিতেছে)। ধ্বজবর শুভমারুতের মৃদু আশ্লেষে আহত হইয়া কাঁপিতেছিল ॥ 8 ||
৯। তারপর ত্রিশলা একটি রজত-নির্মিত পূর্ণ কলস দেখিলেন ৷ সে কলসের বর্ণ জাত্য কাঞ্চনের ন্যায় উজ্জ্বল । তাহানিৰ্ম্মল জলে পূর্ণ। তাহা অতি উত্তম এবং শোভায় দীপ্যমান, কমল কলাপে পরিবেষ্টিত ও শোভমান, নানাবিধ মঙ্গলের একত্র সমাবেশে প্রত্যংশপূর্ণ, রত্নাপেক্ষা শ্রেষ্ঠ কমলে অধিষ্ঠিত ও নয়নের আনন্দকর লক্ষ্মীদেবীর সৌম্য নিকেতন স্বরূপ, সর্ব-পাপ-পরিবর্জিত, শুভশংসী, দীপ্তিমান্ ও শ্রেষ্ঠ-শ্ৰী-সম্পন্ন । সে কলস আত্মপ্রভায় সর্বদিক আলোকিত করিতেছে এবং সর্ব-ঋতু-সম্ভব সুরভি কুসুমযুক্ত বহু মাল্যদামে শোভা পাইতেছে ৷ ৪১ ৷৷
১০। তারপর ত্রিশলা নয়ন-মনোরঞ্জন, সরোরুহে অভিরামদর্শন পদ্ম-সরোবর নামে একটি সরোবর দেখিলেন। রবিকিরণে সােবিকসিত সহস্রদল পদ্মে সুরভিতর এবং [ রবিকিরণস্পর্শে ] পীতবর্ণ তাহার জল । তাহার মধ্যে অসংখ্য জলচর বাস করে ও মৎস্যগণ জলরাশিতে চরিয়া
Jain Education International
৩৭
For Personal & Private Use Only
www.jainelibrary.org