________________
২৯১
সামাচারী পযূষণা কল্প ঐ দুইটির কোনওটিই গ্রহণ করিতে পারিবে না। যাহা ভিক্ষু আসিবার পূর্ব হইতেই প্রস্তুত হইতে থাকিবে তাহাই ভিক্ষু গ্রহণ করিতে পারিবে, যাহা পরে আরম্ভ হইবে তাহা গ্রহণ করিতে পারিবে না ॥ ৩৫।
বর্ষাবাস-পযূষণ-রত নিগ্রন্থ ভিক্ষাগ্রহণার্থ গৃহস্থগৃহে উপস্থিত হইবার পর যদি থামিয়া থামিয়া বৃষ্টি পড়িতে থাকে, তবে সে নিগ্রস্থ উদ্যানে, উপায়গৃহে, জলের ঘরে অথবা বৃক্ষমূলে যাইয়া আশ্রয় গ্রহণ করিবে। কিন্তু সে পূর্বগৃহীত ভােজ্য ও পানীয় দ্বারা বেলা কাটাইতে পারিবে না। পূর্বসংগৃহীত ভােজ্য (মুলে ‘বিয়ড়গ’) ভােজন করিয়া তারপর সূর্য থাকিতে থাকিতে ভিক্ষাপাত্র ঘষিয়া ঘষিয়া মাহিয়া মাজিয়া তাহাকে পাত্ৰাদি একত্র করিয়া বাঁধিতে হইবে। তারপর যেদিকে নিজের উপায়গৃহ সেই দিকে যাইতে হইবে। সে রাত্রি সে সেখানে কাটাইতে পারিবে না। ৩৬।
বর্ষাবাস-পযুণ-ত নিগ্রন্থ ভিক্ষাগ্রহণার্থ গৃহস্থগৃহে প্রবেশ করিবার পর যদি থামিয়া থামিয়া বৃষ্টি পড়িতে থাকে, তবে সে উদ্যানে, উপায়গৃহে, জলের ঘরে অথবা বৃক্ষমূলে যাইয়া আশ্রয় গ্রহণ করিবে। ৩৭।
সেখানে কিন্তু একজন নিগ্রন্থ ও একজন নিগ্ৰন্থী একত্ৰ থাকিতে পারিবে না। একজন নিগ্রন্থ ও দু’জন নিগ্রন্থীও সেখানে একত্র থাকিতে পারিবে না। দু’জন নিগ্রন্থ ও একজন নিগ্র স্থীও সেখানে একত্ৰ থাকিতে পারিবে না। দু’জন নিগ্রন্থ ও দু’জন নিগ্রহীও সেখানে একত্ৰ থাকিতে পারিবে না। যদি সেখানে কোনও পঞ্চম ব্যক্তি থাকে,—সে পঞ্চম ব্যক্তি একজন শিষ্য বা শিষ্যা হইতে পারেএবং যদি সে স্থান অন্য লােকজনের দৃষ্টিগোচর হয়, এবং যদি সেদিকে অন্য গৃহের দ্বার উদ্ঘাটিত থাকে, তবে তাহারা সকলে সেখানে একসঙ্গে থাকিতে পারে। ৩৮।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org