________________
সামাচারী পর্যষণা কল্প। ও এতবার হইবে।” তিনি যদি অনুমােদন করেন, তবে সে ঐ তপকর্ম করিতে পারিবে। আর তিনি যদি অনুমােদন না করেন, তবে সে তাহা করিতে পারিবে না। এ কথা কেন বলা হইয়াছে ? ভদন্ত ! আচার্যগণই অপায় ও তাহা হইতে মুক্তির উপায় জানেন ॥ ৫০।
বর্ষাবাস-পযুষণে-রত কোনও ভিক্ষুর যদি ইচ্ছা হয় যে অপশ্চিম মরণাস্তিক-সংলেখনা নামক তপস্যা সাধন দ্বারা অথবা পানাহার বর্জন করিয়া অথবা পাদপের ন্যায় নিঃস্পন থাকিয়া শেষ দিনের প্রতীক্ষা করিবে, অথবা অশনীয়, পানীয়, খাদ্য বা স্বাস্থ্য আহার করিবার জন্য বাহির হইবে, অথবা মল-মূত্র ত্যাগ করিবার জন্য নিষ্ক্রান্ত হইবে, অথবা স্বাধ্যায় ব্ৰত গ্ৰহণ করিবে অথবা ধর্মজাগরণ ব্রতের অনুষ্ঠান করিবে,—তাহা হইলে সে তাহার আচার্য, উপাধ্যায়, স্থবির, প্রবর্তক গণী, গণধর, গণাবচ্ছেদক অথবা যে-কেহ তাহার প্রধানরূপে অধিষ্ঠিত থাকেন, তাহাকে না বলিয়া (এই সব কর্মের কোনওটি ) করিতে পারিবে না। সে তাহার আচার্য, উপাধ্যায়, স্থবির, প্রবর্তক, গণী, গণধর, গণাবচ্ছেদক বা যে-কেহ তাহার প্রধানরূপে অধিষ্ঠিত থাকেন, তাহাকে বলিবে : “আপনার অনুমতি পাইলে আমি অপশ্চিমমরণাস্তিক-সংলেখা নামক তপস্যা সাধন দ্বারা, অথবা পানাহার বর্জন দ্বারা অথবা পাদপের ন্যায় নিঃস্পন্দ থাকিয়া শেষ দিনের প্রতীক্ষা করিতে চাই, অথবা অশনীয়, পানীয়, খাদ্য বা স্বাদ আহারের উদ্দেশ্যে বাহিরে যাইতে চাই, অথবা মল-মূত্র ত্যাগ করিবার জন্য নিষ্ক্রান্ত হইতে চাই, অথবা স্বাধ্যায় ব্রত গ্রহণ করিতে চাই, অথবা ধর্মজাগরণ ব্রতের অনুষ্ঠান করিতে চাই। তিনি যদি অনুমােদন করেন, তবেই সে এইসব করিতে পারিবে। কিন্তু তিনি যদি অনুমােদন না করেন, তবে সে এসব করিতে পারিবে না। এ কথা কেন বলা হইয়াছে ? ভদন্ত ! আচার্যেরাই অপায় ও তাহা হইতে মুক্তির উপায় জানেন ॥ ৫১। . বর্ষাবাস-পযুষণ-কালে যদি কোনও ভিক্ষু তাহার বস্ত্র, ভিক্ষাপাত্র (প্রতিগ্ৰহ ), কম্বল, প-পোঁছা বা অন্য কোনও উপধি শুকাইতে বা তাতাইতে ইচ্ছা করে, তাহা হইলে সে একজন বা বহুজনকে না
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org