Book Title: Kalpasutra
Author(s): Basantkumar Chattopadhyaya
Publisher: Calcutta Vishvavidyalaya

View full book text
Previous | Next

Page 614
________________ সামাচারী পর্যুষণা কল্প ৩০৭ ত্রুটি-পর্যবেক্ষণে যাহার অভ্যাস আছে, স্নান-মার্জনাদিতে যে সু-অভ্যন্ত, তাহার পক্ষে সংযম সহজ লভ্য হইয়া থাকে ৷ ৫৪ ৷ বর্ষাবাসপর্যু র্ষণে রত নিগ্রন্থ বা নিগ্র ন্থীর মল-মূত্র-ত্যাগের জন্য তিনটি স্থান নির্দিষ্ট থাকা চাই, হেমস্ত ও গ্রীষ্ম ঋতুতে না হইলেও বর্ষাকালে ইহা একান্ত আবশ্যক। একথা কেন বলা হইল ? ভদত্ত ! বর্ষাকালে অনেক ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র তৃণ, বীজ, উই প্রভৃতি ক্ষুদ্র জীব এবং ক্ষুদ্র উদ্ভিদ জন্মিয়া থাকে ॥ ৫৫ ॥ বর্ষাবাসপর্যুর্ষণে রত নিগ্রন্থ ও নিগ্র ন্থীদিগের তিনটি পাত্র রাখা চাই : মল-ত্যাগের পাত্র, মূত্র ত্যাগের পাত্র ও নিষ্ঠীবন ত্যাগের পাত্র 11 Ce 11 বর্ষাবাসপযুষণে রত নিগ্রন্থ ও নিগ্রন্থীদিগের মস্তকে যদি গোলোম-প্রমাণও কেশ থাকে, তবে পযুষ ণের পর তাহারা এক রাত্রিও সে অবস্থায় কাটাইতে পারিবে না। আর্যেরা ( অর্থাৎ নির্গ্রন্থ বা ভিক্ষুরা ) ক্ষুর-মুণ্ডিত বা লুপ্ত-শিরস্য থাকিতে পারিবেন। (নিগ্রন্থীরা ) পক্ষে পক্ষে বেণী আরোপণ বা স্থাপন করিবেন। (মুণ্ডন বিষয়ে) স্থবিরকল্প (স্থবিরদিগের ব্যবস্থা) এই যে প্রতিমাসে ক্ষুর-মুণ্ডন, অর্ধমাসে কর্তন ( কাঁচি দিয়া কাটা) এবং ছ'মাস বা বৎসরান্তে লোচ বা উৎপাটন করিতে হইবে ৷ ৫৭ ॥ বর্ষাবাসপর্যুষণে রত' নিগ্রন্থ বা নিগ্র ন্থীরা পর্যুষণের পর পরুষ ভাষায় কথা কহিবে না । যে নিগ্রন্থ বা নিগ্র স্থী পর্যুষণের পর পরুষ ভাষায় কথা কহে, তাহাকে বলিতে হইবে : “আর্য ! তুমি শিষ্টাচারবিরুদ্ধ ( অ-কল্প ) ভাষায় কথা কহিতেছ।” যে নিগ্রন্থ বা নিগ্ৰস্থী ( ইহার পরও ) পর্যু ষণান্তে পরুষ কথা কহিবে, তাহাকে সংঘ-বহিষ্কৃত [ নির্ব্যূহীক্বত ] করিতে হইবে ॥ ৫৮ ॥ বর্ষাবাসপর্যুষণে রত নিগ্রন্থ ও নিগ্র ন্থীরা উপহাসাত্মক তীব্র বাদ• বিসংবাদ [ বাগযুদ্ধ ] অবিলম্বে বর্জ্জন করিবে। শিষ্য জ্যেষ্ঠকে Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 612 613 614 615 616 617 618 619 620