________________
সামাচারী পর্যু ষণা কল্প
৩০১
গণাবচ্ছেদক বা যে-কেহ তাহার প্রধানরূপে অধিষ্ঠিত থাকেন, তাঁহাকে বলিতে হইবে! “আপনার অনুমতি পাইলে আমি একটি নুতন ঔষধ ব্যবহার করিতে চাই,—এই পরিমাণে এবং এতবার করিয়া।” যদি তিনি অনুমোদন করেন, তবে সে সেই নুতন ঔষধ ব্যবহার করিতে পারিবে । কিন্তু তিনি যদি অনুমোদন না করেন তবে সে সেই নুতন ঔষধ ব্যবহার করিতে পারিবে না ৷ এ কথা কেন বলা হইয়াছে ? ভদস্ত !— আচার্যেরাই অপায় এবং তাহার প্রতিকারের উপায় জানেন ॥ ৪৮ ॥
বর্ষাবাস-পষুর্ষণ-রত কোনও ভিক্ষুর যদি কোন নূতন রকমের চিকিৎসা করাইবার ইচ্ছা হয়, তবে তাহার আচার্য, উপাধ্যায়, স্থবির, প্রবর্তক, গণী, গণধর, গণাবচ্ছেদক বা যে-কেহ তাহার প্রধান-রূপে অধিষ্ঠিত থাকেন তাঁহার অনুমতি না লইয়া সে তাহা করাইতে পারিবে না । তাহার আচার্য, উপাধ্যায়, স্থবির, প্রবর্তক, গণী, গণধর, গণাবচ্ছেদক বা যে-কেহ তাহার প্রধানরূপে অধিষ্ঠিত থাকেন, তাঁহাকে বলিতে হইবে : “আপনার অনুমতি পাইলে আমি নূতনরকম চিকিৎসা করাইতে চাই : এই পরিমাণে এবং এতবার । ” তিনি যদি অনুমোদন করেন, তবে সে চিকিৎসা করাইতে পারিবে । কিন্তু তিনি যদি অনুমোদন না করেন, তবে সে সে চিকিৎসা করাইতে পারিবে না ৷ এ কথা কেন বলা হইয়াছে ? ভদস্ত !–আচার্যেরাই অপায় ও তাহার প্রতিকারের উপায় জানেন ॥ ৪৯ ॥
বর্ষাবাস-পষু ষণ-রত কোনও ভিক্ষুর যদি ইচ্ছা হয় যে সে কোনও এক উদার, তপঃকর্ম সম্পন্ন করিয়া প্রতিষ্ঠিত হইবে, তবে সে তাহার আচার্য, উপাধ্যায়, স্থবির, প্রবর্তক, গণী, গণধর, গণাবচ্ছেদক ৰা যে-কেহ তাহার প্রধানরূপে অধিষ্ঠিত থাকেন তাঁহার অনুমতি না লইয়া করিতে পারিবে না । সে তাহার আচার্য, উপাধ্যায়, স্থবির, প্রবর্তক, গণী, গণধর, গণাবচ্ছেদক বা যে-কেহ তাহার প্রধানরূপে অধিষ্ঠিত থাকেন তাঁহাকে বলিবে : “আপনার অনুমতি পাইলে আমি একটি উদার তপঃকর্ম সম্পন্ন করিতে চাই ; তাহা এই পরিমাণ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org