________________
২৯৫
সামাচারী পর্যু ষণা কল্প করিয়া রাখা চাই : (১) সূক্ষ্ম প্রাণী, ( ২ ) সূক্ষ্ম কীট (উই, মৎকুণ প্রভৃতি ), ( ৩ ) বীজ মধ্যস্থ সূক্ষ্মজীবন, ( ৪ ) হরিৎ ( নবোদ্গত অঙ্কুরাদির মধ্যস্থিত ) সূক্ষ্মজীবন, ( ৫ ) ( বট, ডুমুর প্রভৃতির মধ্যে প্রচ্ছন্ন ) পুষ্পসূক্ষ্ম ( ৬ ) ( মক্ষিকা-মৎকুণাদির ) অণ্ডসূক্ষ্ম ( 1 ) ( নানা কীটের নির্মিত আশ্রয় বা ) সূক্ষ্ম লয়ন ও (৮) সূক্ষ্ম আর্দ্র তা ৷
প্রাণ-সূক্ষ্ম বা সূক্ষ্মজীব কি প্রকার বস্তুকে বলা হয় ? সুক্ষ্মজীব পঞ্চবিধ উক্ত হইয়াছে : কৃষ্ণ, নীল, লোহিত, পীত, ও শুক্ল। কুম্বু অনুদ্ধরী নামে এক প্রকার ক্ষুদ্র জীব আছে। তাহারা যখন স্থির থাকে, চলে না, তখন তাহারা অপরিণতবুদ্ধি নির্গ্রন্থ বা নিগ্রন্থীর চোখে সহজে ধরা পড়ে না; কিন্তু যখন তাহারা অস্থির ভাবে চলিতে থাকে, তখন তাহারা অপরিণতবুদ্ধি নির্গ্রন্থ বা নিগ্রন্থীর চোখে সহজেই ধরা পড়ে। বারে বারে চেষ্টা করিয়া অপরিণতবুদ্ধি ( অজ্ঞতাচ্ছন্ন ) নিগ্রন্থ ও নিগ্র ন্থীদিগের সর্বদা ইহা জানা চাই, দেখা চাই ও মানসপটে আঁকিয়া রাখা চাই । এই হইল সূক্ষ্ম প্রাণ বা প্রাণীর কথা ॥ ৪৪ ॥
সূক্ষ্ম কীট কাহাকে বলা হইয়াছে ? সূক্ষ্মকীট পঞ্চবিধ উক্ত হইয়াছে : কৃষ্ণ, নীল, লোহিত, পীত ও শুক্ল। ( যে দ্রব্যের উপর থাকে ) সেই দ্রব্যের সমান বর্ণবিশিষ্ট সূক্ষ্ম কীটের কথা উক্ত হইয়াছে ৷ অপরিণতবুদ্ধি ( অজ্ঞতাচ্ছন্ন) নির্গ্রন্থ ও নিগ্রন্থীর সর্বদা তাহা জানা চাই, দেখা চাই ও মানসপটে অঙ্কিত করিয়া রাখা চাই । এই হইল সূক্ষ্মকীটের কথা ॥
বীজমধ্যস্থ সূক্ষ্মজীবন কাহাকে বলা হইয়াছে ?
বীজমধ্যস্থ সূক্ষ্ম জীবন পঞ্চবিধ উক্ত হইয়াছে : কৃষ্ণ, নীল, লোহিত, পীত ও শুক্ল । এক প্রকার সূক্ষ্ম বীজের কথা বলা হইয়াছে যাহার বর্ণ শস্যকণিকার ন্যায়। অপরিণতবুদ্ধি নির্গ্রন্থ ও নিগ্রন্থীর সর্বদা এইসব জানা চাই, দেখা চাই এবং মানসপটে অঙ্কিত করিয়া রাখা চাই । এই হইল বীজমধ্যস্থ সূক্ষ্ম জীবনের কথা ॥
"
হরিৎ, সূক্ষ্মজীবন কাহাকে বলা হইয়াছে ? হরিৎ সূক্ষ্মজীবন পঞ্চবিধ উক্ত হইয়াছে : কৃষ্ণ, নীল, লোহিত, পীত ও শুক্ল । পৃথিবীর
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org