________________
সামাচারী পযূষণা কল্প ২৯৭. সমান বর্ণবিশিষ্ট হরিৎ সূক্ষ্মজীবনের [ অরাদির ] কথা উক্ত হইয়াছে। অপরিণতবুদ্ধি নিগ্রন্থ ও নিগ্রহীর সর্বদা এইসব জানা চাই, দেখা চাই এবং মানসপটে অঙ্কিত করিয়া রাখা চাই। এই হইল হরিৎ সূক্ষ্ম জীবনের কথা।
সূক্ষ্ম পুষ্পের কথা কি বলা হইয়াছে ? সূক্ষ্ম পুষ্প পঞ্চবিধ উক্ত হইয়াছে : কৃষ্ণ, নীল, লােহিত, পীত ও শুক্ল। বৃক্ষের বর্ণ-সমান বর্ণবিশিষ্ট সূক্ষ্ম পুষ্পের কথা উক্ত হইয়াছে। অপরিণতবুদ্ধি নিগ্রন্থ ও নিগ্রন্থীর সর্বদা এইসব জানা চাই, দেখা চাই এবং মানসপটে অঙ্কিত করিয়া রাখা চাই। এই হইল সূক্ষ্ম পুষ্পের কথা।
সূক্ষ্ম অণ্ড বিষয়ে কি বলা হইয়াছে ? সূক্ষ্ম অণ্ড পঞ্চবিং উক্ত হইয়াছে : উদ্দংশ অণ্ড (অর্থাৎ মক্ষিকা মৎকুণাদি দংশনকারী কীটের অণ্ড), উৎকলিক অণ্ড (অর্থাৎ পুটীকৃত মাকড়সার অণ্ড), পিপীলিকাণ্ড, হলিকাণ্ড (অর্থাৎ বােলতা প্রভৃতির ফলকিত অণ্ড) এবং হল্লোহলিকাণ্ড (অর্থাৎ টিকটিকি প্রভৃতির অণ্ড)। অপরিণত বুদ্ধি নিগ্রন্থ ও নিগ্রস্থীর সর্বদা এইসব জানা চাই, দেখা চাই এবং মানসপটে অঙ্কিত করিয়া রাখা চাই। এই হইল সূক্ষ্ম অণ্ড বিষয়ক কথা।
সুক্ষ্ম লয়নের কথা কি বলা হইয়াছে? সূক্ষ্ম লয়ন (আশ্রয়, বাসা) পঞ্চবিধ উক্ত হইয়াছে। উত্তিংগলয়ন (উইচিংড়ের বাস), ভৃঙ্গ লয়ন ( ভিমরুল বা বােলতার চাক ), ঋজু লয়ন (পিপীলিকাদির সােজা গর্ত ), তালমূল লয়ন (নীচে চওড়া, উপরে তালগাছের মত সূক্ষ্ম বাসা) এবং পঞ্চম হইল শম্বুকাবর্ত লয়ন (শামুকাদির গর্ত)। অপরিণতবুদ্ধি নিগ্রন্থ ও নিগ্র স্থীর সর্বদা এইসব জানা চাই, দেখা চাই এবং মানসপটে অঙ্কিত করিয়া রাখা চাই। এই হইল সূক্ষ্ম লয়নের কথা।
সূক্ষ্ম আর্দ্রতার কথা কি বলা হইয়াছে ? সূক্ষ্ম আব্রত পঞ্চবিধ উক্ত হইয়াছে। অবশ্যায় (বা তুষার), হিম (বা শিশির), মিহিকা | ০,P. 93–38 .
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org