________________
সামাচারী পর্যষণা কল্প
২৯৩ বর্ষাবাস-পযুষণ-রত নিগ্রন্থ ভিক্ষাগ্রহণার্থ গৃহস্থগৃহে প্রবেশ করিলে যদি থামিয়া থামিয়া বৃষ্টি পড়িতে থাকে, তবে সে উদ্যানে, উপায় গৃহে, জলের ঘরে বা বৃক্ষমূলে যাইয়া আশ্রয় গ্রহণ করিবে। সেখানে কিন্তু একজন নিগ্রন্থ ও একজন আগারিণী (গৃহী স্ত্রীলােক ) একত্র থাকিতে পারিবে না। এইরূপ [ ৩৮ সূত্রে যেমন বর্ণিত হইয়াছে সেইরূপ ] চাৰিজন পর্যন্ত ব্যক্তির একত্রাবস্থান নিষিদ্ধ। যদি সেখানে কোনও পঞ্চম ব্যক্তিস্থবির বা স্থবিরা—থাকে, যদি সে স্থান অন্য লােজনের দৃষ্টিগােচর হয় এবং যদি সেদিকে অন্য গৃহীর দ্বার উদ্ঘাটিত থাকে, তবেই তাহারা সকলে একত্ৰ থাকিতে পারিবে। গৃহী ব্যক্তি ও নিগ্র স্থীর বিষয়েও এইরূপই বিধান। ৩৯।
বর্ষাবাস-পর্ষণ-রত কোনও নিগ্রন্থ বা নিগ্রন্থী যে [ অনুবােধ ] জানায় নাই তাহার জন্য কোনও অশনীয়, পানীয়, খাদনীয় বা স্বাদনীয় বস্তু গ্রহণ করিতে পারিবে না, যদি সে স্বয়ং তাহাকে [ খাদ্য সংগ্রহ করিবার প্রতিশ্রুতি ] না জানাইয়া থাকে । ৪০ | | সে কথা কেন বলা হইল, ভদন্ত ? যে ব্যক্তিকে পূর্বে জানান হয় নাই, সে ইচ্ছা হইলে খাইতে পারে, ইচ্ছা না হইলে না খাইতেও পারে॥ ৪১।
বর্ষাবাস-পযুষণ-রত নিগ্রন্থ বা নিগ্রহীরা উদকা বা শীতল দেহে অশনীয়, পানীয়, খাদ্য বা স্বাদ্য বস্তু আহার করিতে পারিবে না ॥ ৪২।
সে কথা কেন বলা হইল, ভদন্ত? জানান হইয়াছে যে আর্দ্রতার আশ্রয়স্থান সাতটি। যথা : হস্ত, হস্ত-রেখা, নখ, নখশিখা, ভ্র-যুগল, অধরোষ্ঠ ও উধ্বৌষ্ঠ। অতএব ইহা জানা উচিত। যদি দেহ বিগতােদক বা শুষ্ক হয়, আদ্রতা না থাকে, তবেই অশনীয়, পানীয়, খাদ্য বা স্বাদ্য বস্তু আহার করিতে পারে । ৪৩।
আট প্রকার সূক্ষ্ম আছে, যাহা পর্ষণরত প্রত্যেক অপরিণতবুদ্ধি নিগ্রন্থ ও নিগ্রস্থীর সর্বদা জানা চাই, দেখা চাই ও মানসপটে অঙ্কিত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org