________________
ঋষভ। সেইকালে সেইসময়ে কোশলীয় অহৎ ঋষভের জীবনের প্রধান শুভ ঘটনাগুলির চারিটি উত্তরাষাঢ়া নক্ষত্রযােগে ও পঞ্চমটি অভিজিৎ নক্ষত্রযােগে সংঘটিত হইয়াছিল। ২০৪। | সেগুলি এই। উত্তরাষাঢ়া নক্ষত্রযােগে তিনি বিমানলােক হইতে চ্যুত হইয়া গর্ভে প্রবেশ করেন। উত্তরাষাঢ়া নক্ষত্রযােগে তিনি ভূমিষ্ঠ হন। উত্তরাষাঢ়া নক্ষত্রযােগে তিনি মুণ্ডিত হইয়া আগার ত্যাগপূর্বক অনাগরিত্ব প্রব্রজ্যা গ্রহণ করেন। উত্তরাষাঢ়া নক্ষত্রযােগে তিনি অনন্ত, অনুত্তর, নির্বাঘাত, নিরাবরণ, কৃৎস্ন, প্রতিপূর্ণ কেবল নামক জ্ঞানদর্শন লাভ করেন। অভিজিৎ নক্ষত্রযোগে তিনি পরিনির্বাণ প্রাপ্ত হন। ২০৫।
সেইকালে সেইসময়ে কোশলীয় অহৎ ঋষভ গ্রীষ্মের চতুর্থ মাসে সপ্তম পক্ষে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে চতুর্থী তিথিতে সর্বার্থসিদ্ধ নামক বিমান হইতে তেত্রিশ সাগরােপম কাল সেখানে অবস্থানের পর চ্যুত হইয়া এই জম্বুদ্বীপ নামক দ্বীপে ভারতবর্ষ নামক বর্ষে ইক্ষাকু-ভূমিতে কুলকর (অর্থাৎ স্ববংশের রাজা) নাভির ভার্যা মারুদেবীর কুক্ষিতে মধ্যরাত সময়ে তাহার বিমানভােগ্য আহার, ভব ও শরীর ক্ষয় হওয়াতে উত্তরাষাঢ়া নক্ষত্রের (সহিত চন্দ্রের) যােগে গভরূপে প্রবেশ করেন ২০৬।
কোশলীয় অহৎ ঋষভ বিজ্ঞানােপেত ছিলেন। যথা : ‘চ্যুত হইব’ ইহা জানিতেন, চ্যুত হইবার সময়ে জানিতেন না, ‘চ্যুত হইয়াছি’ ইহা জানিতেন। যে রজনীতে কোশলীয় অহৎ ঋষভ কুলকর নাভির ভাষা মারুদেবীর কুক্ষিতে গভরূপে প্রবেশ করেন, সেই রজনীতে ঐ মারুদেবী শয়নে অর্ধসুপ্ত অর্ধ-জাগরিত অবস্থায় ঘুমাইয়া ঘুমাইয়া এইরূপ উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলাকর ও শােভনশ্রী
_0. P. 93–27
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org