________________
স্থবিরাবলী
২৫৭
মাসপুরিয়া, মতিপ্রাপ্তিকা, শূন্যপ্রাপ্তিকা । এইগুলি সেই শাখা ৷ কুল কি কি ? কুলগুলি এইরূপ আখ্যাত হইয়াছে । যথা : প্রথম নাগভূত, দ্বিতীয় সোমভূতিক, তৃতীয় উল্লগচ্ছ ( আৰ্দ্ৰকচ্ছ ? ), চতুর্থ হস্তিলীয়, পঞ্চম, নন্দীয়, ষষ্ঠ পারিহাসক। উদ্দেহগণের এই ছয়টি কুল জানিতে হইবে ।
হারিতগোত্রীয় স্থবির শ্রীগুপ্ত হইতে এখানে চারণগণ নামে গণ নিৰ্গত হইয়াছে ৷ তাহার এই চারিটি শাখা আর সাতটি কুল এইরূপ আখ্যাত হইয়াছে। শাখা কি কি ? শাখা এইরূপ আখ্যাত হইয়াছে । যথা: হারিতমালাকারী, সাংকাখ্যা, গবেধুক।, বজ্রনাগারী । এইগুলি শাখা ।
কুল কি কি ? কুল এইরূপ আখ্যাত হইয়াছে ৷ যথা : প্রথম বৎসলীয়, দ্বিতীয় প্রীতি-ধার্মিক, তৃতীয় হালীয়, চতুর্থ পৌষমৈত্রেয়, পঞ্চম মালেয়, ষষ্ঠ আর্যচেটক, সপ্তম কৃষ্ণসখ, — চারণ গণের এই
সাত কুল ॥ ৭ ॥
O.P. 93-33
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org