________________
সামাচারী পর্যষণা কল্প
২৭৭ বর্ষাবাস পর্ষণ করিয়া থাকেন স্থবিরগণও তেমনি বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পর্যষণা করিয়া থাকেন। ৫।
স্থবিরগণ যেমন বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পর্যষণা করিয়া থাকেন তেমনি যে-সকল শ্ৰমণ ও নিগ্রন্থ আজ পর্যন্ত [ অথবা আর্যত্বের নিদর্শন স্বরূপ ] বিহার করিতেছেন, তাহারাও তেমনি বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পযুষণা করিয়া থাকেন ॥ ৬||
আজ পর্যন্ত [ বা আর্যত্বের নিদর্শন স্বরূপ ] যে-সকল শ্ৰমণ ও নিগ্রন্থ বিহার করিতেছেন তাহারা যেমন বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পর্ষণ করিয়া থাকেন, তেমনি আমাদের আচার্য ও উপাধ্যায়গণও বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পর্যষণা করিয়া থাকেন। ৭।
আমাদের আচার্য ও উপাধ্যায়গণ যেমন বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পর্যষণা করিয়া থাকে, আমরাও তেমনি বর্ষাঋতুর একমাস বিংশতি রাত্রি গত হইলে বর্ষাবাস পর্ষণ করিব। [ এই কাল গত হইবার ] পূর্বে পর্যষণা আরম্ভ করা যায়, কিন্তু সেই রজনী অতিক্রম করা যায় না ॥ ৮।
বর্ষাবাস পযু ষণে রত নিগ্রন্থ বা নিগ্রন্থীদের চতুর্দিকে মােটের উপর ক্রোশাধিক এক যােজন দূরে বিচ্ছিন্ন থাকা অনুমােদিত। মল ত্যাগের জন্য যত দুর বিচ্ছিন্ন থাকা আবশ্যক হয় ততদুর বিচ্ছিন্ন থাকাও অনুমােদিত । ৯। | বর্ষাবাস পষুষণে রত নিগ্রন্থ ও নিগ্র স্থীগণের চতুর্দিকে মােটের উপর ক্রোশাধিক এক যােজন [ দুর পর্যন্ত ] ভিক্ষাৰ্থ গমন ও প্রত্যাবর্তন অনুমােদিত। ১০ |
যেখানে নিত্যোদা ও নিত্যপ্রবাহ। নদী মধ্যে পড়ে, সেখানে
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org