________________
সামাচারী পর্যষণা কল্প
২৮৫ কাল-বিলম্বিত উপবাসের পর একবার মাত্র আহার করে, তবে তাহার খাদ্য ও পানীয়ের জন্য গৃহপতি-কুলের গৃহে [ ভিক্ষার্থ] প্রবেশ ও নির্গমের জন্য সর্ব গোচরকালই অনুমােদিত হয় ॥ ২৪ |
বর্ষাবাসপযুষণে রত ভিক্ষুগণের মধ্যে যাহারা প্রত্যহ একবার আহার গ্রহণ করে তাহাদের জন্য সর্বপ্রকার পানীয় গ্রহণ অনুমােদিত। বর্ষাবাসপর্ষণে বুত যে-সকল ভিক্ষু প্রতি দ্বিতীয় দিবসে একবার মাত্র আহার গ্রহণ করে তাহাদের গ্রহণ জন্য তিনটি পানীয় অনুমােদিত। যথা: (১) যে জলে পিষ্টকাদি সিদ্ধ করা হয় সেই জল, (২) খােসাছাড়ান তিল-ধােওয়া জল এবং (৩) চাউল-ধােওয়া জল। প্রতি তৃতীয় দিবসে আহার-গ্রহণকারী ভিক্ষুদিগের অঙ্গ এই তিন প্রকার . পানীয় গ্রহণ অনুমােদিত (১) তিলােদক, (২) তুষােদক [ অর্থাৎ চাউলের কুঁড়া-ধােওয়া জল ] এবং (১৩) যবােদক। প্রতি চতুর্থ দিবসে আহার-গ্রহণকারী ভিক্ষুগণের জন্য এই তিন প্রকার পানীয় গ্রহণ অনুমােদিত : (১) উরুসনি জল (২) কাঞ্জী [ আমানি ], ও (৩) শুদ্ধোদক। ইহা অপেক্ষা অধিক-দিন ব্যবধানের পর আহারগ্রহণকারী ভিক্ষুগণের পানীয়-রূপে গ্রহণের জন্য একমাত্র উষ্ণফেন [ ভাতের মাড় ] অনুমােদিত। তাহাও সিকৃথবিহীন [ অর্থাৎ অন্নের খণ্ডিত অংশ যুক্ত নহে ] হওয়া চাই, সিথযুক্ত নহে। বর্ষাবাসপষুষণে রত যে ভিক্ষু একেবারে আহার-প্রত্যাখ্যান করে তাহার গ্রহণের জন্য একটি মাত্র পানীয় অনুমােদিত : উষ্ণ মণ্ড [ বা ভাতের মাড় ]। তাহাও সিথ (অর্থাৎ অন্নকণা)-বিহীন হওয়া চাই, সিথ-যুক্ত
হয়। তাহাও পরিপূত (অর্থাৎ ছাকা) হওয়া চাই, আহঁকা না হয়। তাহাও পরিমিত হওয়া চাই, অপরিমিত নহে। [ এইরূপ উষ্ণ মণ্ড] পূর্ণ মাত্রায় [ অর্থাৎ পেট ভরিয়া ] পান করা অনুমােদিত, অর্ধমাত্রায় [ অর্থাৎ পেট খালি রাখিয়া] নহে। ২৫।
বর্ষাবাসপষণে রত যে ভিক্ষুর [ গৃহ-] সংখ্যা নির্দেশ পূর্বক ভিক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়, সে পাঁচ ঘরে ভােজন পাঁচ ঘরে পানীয়, অথবা চারি গৃহে ভােজন পাঁচ গৃহে পানীয়, অথবা পাঁচ গৃহে ভােজন ও চারি গৃহে পানীয় গ্রহণ করিতে পারে। ইহা ছাড়া সে
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org