________________
সামাচারী পর্যষণা কল্প
২৮৩ নিষ্ক্রমণ একটা নির্দিষ্ট গােচর-কালে [ অর্থাৎ সাধারণতঃ প্রাতঃকালে আচাৰ্ষকতৃক সু-পৌরুষী ও অর্থ-পৌরুষী পাঠের পর ] বিহিত হয়। ইহার অন্যথাচরণ [ অর্থাৎ দিনে দুইবার আহার ) অনুমােদিত হয়, যদি সে ভিক্ষু আচার্যের পরিচর্যায় ব্যাপৃত থাকে [ অর্থাৎ তজ্জন্য অধিক পরিশ্রম করিতে হয় ], অথবা যদি সে উপাধ্যায়, তপস্বী ৰা রােগীর [ পরিচর্যায় ] ব্যাপৃত থাকে [ অর্থাৎ তজ্জন্য অধিক পরিশ্রম করিতে হয় ], অথবা যদি সে উপাধ্যায়, তপস্বী বা রােগীর [ পরিচর্যায় ] ব্যাপৃত থাকে, অথবা যাহাদের বয়সের ব্যঞ্জনা [ অর্থাৎ বস্তি, কুর্চ, কক্ষা প্রভৃতি স্থানে রােমাগম ] উৎপন্ন হয় নাই এমন অল্পবয়স্ক বা অল্পবয়স্কাদিগের পরিচর্যায় যদি সে ব্যাপৃত থাকে। ২০।
বর্ষাবাস-পষুষণে রত কোনও ভিক্ষু যদি একদিন অন্তর একবার মাত্র আহার করে, তবে তাহার জন্য এই মাত্র বিশেষ বিধি বিহিত আছে যে সে প্রাতে নিষ্ক্রান্ত হইয়া তাহার পূর্বসঞ্চিত খাদ্য আহার করিবে। তারপর প্রতিগ্ৰহ- ভিক্ষা-]পাত্র ঘষিয়া মাজিয়া পরিষ্কার করিবে। সেই আহার যদি তাহার [ পেট-ভর] পূর্ণ আহার হয়, তবে সেদিন তাহাতেই সন্তুষ্ট থাকিয়া পর্ষণ কর্ম করিবে। কিন্তু যদি সে আহার তাহার পূর্ণ আহার না হয়, তবে আহার ও পানীয়ের জন্য [ ভিক্ষাৰ্থ ] তাহার দ্বিতীয়বার গৃহ-পতি-কুলে প্রবেশ বা [ তথা হইতে ] নির্গম অনুমোদিত হয়। ২১।
বর্ষাবাসপর্ষণে রত কোনও ভিক্ষু যদি প্রতি তৃতীয় দিনে একবার মাত্র আহার করে, তবে তাহার খাদ্য ও পানীয়ের জন্য গৃহপতিকুলের গৃহে [ ভিক্ষাৰ্থ ] প্রবেশ ও নির্গমের জন্য দুইটি গােচর কাল অনুমােদিত হয়। ২২।
বর্ষাবাসপষণে রত কোনও ভিক্ষু যদি প্রতি চতুর্থ দিনে একবার মাত্র আহার করে, তবে তাহার খাদ্য ও পানীয়ের জন্য গৃহপতিকুলের গৃহে [ ভিক্ষাৰ্থ ] প্রবেশ ও নির্গমের জন্য তিনটি গােচ-কাল অনুমােদিত হয়। ২৩।
বর্ষাবাসপর্ষণে রত কোনও ভিক্ষু যদি [ ইহা অপেক্ষা ] দীর্থ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org