________________
সামাচারী পর্যষণা কল্প ২৮১ আছে ?” তিনি [ আচার্য ] বলিবেন, “হাঁ, প্রয়ােজন আছে।” পুনরায় [ ভিক্ষু ] জিজ্ঞাসা করিবে, “কি-পরিমাণ প্রয়ােজন ?* তদুত্তরে আচার্য বলিবেন, “এই-পরিমাণ দ্রব্য অসুস্থ (গ্লান) ব্যক্তির জন্য প্রয়ােজন।” যে-পরিমাণ আচার্য বলিবেন সেই-পরিমাণ দ্রব্য [ ভিক্ষুর ] গ্রহণ করা, চলিবে [ তদধিক নহে ]। [ তখন ] সে [ গৃহস্থগণকে ] জানাইবে, [ গৃহস্থগণকে ] জানান হইলে সে [ ভিক্ষু ] [ ভিক্ষা দ্রব্য ] পাইবে। পরিমাণমত পাওয়া হইলে তাহাকে বলিতে হইবে “বাস! আর দরকার নাই।” [ যদি গৃহস্থ বলে ] “তাহা কি-জন্য বলিতেছ, ভদন্ত !?” “এই পরিমাণ [ খাদ্য দ্রব্য ] গ্লান (অসুস্থ ) ব্যক্তির জন্য আবশ্যক ছিল, [ সে প্রয়ােজন মিটিয়াছে, সুতরাং আর দরকার নাই ]। এই কথা বলিবার পর যদি অপর ব্যক্তি [ গৃহস্থ ] বলে, “আর্য ! গ্রহণ কর। [ অসুস্থ ব্যক্তির আহারের ] পরে তুমি নিজে খাইবে, বা পান করিবে।” যদি এরূপ ঘটে [ অর্থাৎ গৃহস্থ ঐরূপ অনুরােধ করে ] তবে প্রতিগ্ৰহণ অনুমােদিত হয়। কিন্তু অসুস্থ (গ্লান) ব্যক্তির নাম করিয়া [ নিজে ] গ্রহণ অনুমােদিত হয় না। ১৮।
বর্ষাবাস-পযুষণা-বিধায়ক আচার্য ও স্থবিরগণের দ্বারা [ ভিক্ষাটনের জন্য ] সংযত, বহু-মত, ও অনুমত হয় সেই-প্রকার সব [ গৃহীর ] গৃহ, যাহার [ তীর্থ-ধর্মে ] দীক্ষিত, প্রত্যয়-ভাজন, স্থৈর্য-সম্পন্ন এবং বিশ্বাস-যােগ্য। [ কিন্তু ] [ সেরূপ গৃহে গিয়া ] না দেখিয়া [ অর্থাৎ সে গৃহে যে বস্তু স্বচক্ষে দেখা যাইতেছে না, সেরূপ বস্তুর উল্লেখ পূর্বক ] “আয়ুষ্মন! অমুক বস্তু, বা অমুক অমুক বস্তু কি তােমার ঘরে সুছে * ৩ অনুমােদিত নহে। “সে কথা কেন । হইয়াছে ভদ?”—“-সম্পন্ন গৃহী তাহা | ভিক্ষুকে দিবার জন্য) কিনিতে পারে, অথবা চুরি করিতেও পারে”। ১৯। . ..
বর্ষাবাস-পষুষণে রত ভিক্ষু নিত্য একাহারী হইবে। খাদ্য ও পানীয়ের জন্য গৃহ-পতিদিগের গৃহে [ তাহার] প্রবেশ বা তথা হইতে | O.P. 93–36।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org