________________
স্থবিরাবলী মহাগিরি এবং বাশিষ্ঠ-গােত্রীয় স্থবির আর্ষ সুহস্তী। ঐলাপত্য গােত্রীয় স্থবির আর্য মহাগিরির এই আটজন অন্তেবাসী স্থবির অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : স্থবির উত্তর, স্থবির বলিসসহ, স্থবির ধনাঢ্য, স্থবির শিরধি, স্থবির কোডিন্ন, স্থবির নাগ, স্থবির নাগমিত্র ও কৌশিক-গােত্রীয় স্থবির ছলুক নােহগুপ্ত। কৌশিক-গােত্রীয় স্থবির . ছলুক রেহগুপ্ত হইতে ত্রৈরাশিকা শাখা নির্গত হইয়াছে। স্থবির উত্তর এবং স্থবির বলিসসহ হইতে উত্তর-বলিসসহ গণ নামে গণ নির্গত হইয়াছে। তাহার এই চারিটি শাখা এইরূপে অখ্যাত হইয়াছে। যথা: কৌশাম্বিকা, সৌপ্তিকা, কৌটুম্বিনী, চন্দ্রনাগরী। বাশিষ্ঠগােত্রীয় স্থবির আর্য সুহস্তীর এই বারােজন স্থবির অন্তেবাসী অপত্যতুল্য ও অভিন্নাত্ম ছিলেন। যথা : আর্য-রােহণ, ভদ্রযশা, মেঘ, কামধি, সুস্থিত, সুপ্রতিবুদ্ধ, রক্ষিত, রােহগুপ্ত, ঋষিগুপ্ত, শ্রীগুপ্ত, ব্রহ্মা গণী, সোম গণী। এই দশ আর দু’য়ে বারাে জন গণধর স্থবির সুহস্তীর শিষ্য। ৬।
কাশ্যপগগাত্রীয় স্থবির আরােহণ হইতে উদেহ গণ নামক ' গণ নির্গত হইয়াছে। তাহার এই চারিটি শাখা আর ছয়টি কুল এইরূপ আখ্যাত হইয়াছে। কি কি সেই শাখাগুলি ? শাখাগুলি এইরূপ আখ্যাত হইয়াছে। যথা: ঔদুম্বরীয়া,
Jain Education International
Jain Education International
For Personal & Private Use Only
For Personal & Private Use Only
www.jainelibrary.org
www.