________________
জিনচরিত্র
২১৩
নাম আখ্যাত আছে। যথা : ঋষভ, প্রথম রাজা, প্রথম ভিক্ষাচর, প্রথম জিন ও প্রথম তীর্থকর। ২১০।
দক্ষ, দক্ষপ্রতিজ্ঞ, অতিরূপবান্, আত্মগুপ্ত, ভদ্রক ও বিনীত কোশলীয় অহৎ ঋষভ বিশ লক্ষ পূর্ব (কালের বৎসর ধরিয়া কুমার (অর্থাৎ রাজপুত্র) ছিলেন। তারপর তেষট্টি লক্ষ পূর্ব ধরিয়া রাজ্য মধ্যে বাস করেন (অর্থাৎ রাজত্ব করেন)। রাজত্ব করিবার কালে প্রজাদিগের হিতার্থে বাহাত্তর কলা, চৌষট্টি মহিলাগুণ, শতপ্রকার শিল্প ও তিনপ্রকার কর্ম বিষয়ে উপদেশ দিলেন। ঐ বাহাত্তর কলার আদি অর্থাৎ প্রথমটি লেখা, প্রধানটি গণিত এবং সর্বশেষটি শকুনের ভাষার অর্থনির্ণয়। প্রজাদিগকে উপদেশ দিয়া শত পুত্রকে শত রাজ্যে অভিষিক্ত করিলেন। অভিষিক্ত করার পর আবার প্রচলিত রীতি অনুসারে লােকান্তিক দেবগণ সেই ইষ্ট, কান্ত, প্রিয়, মনােজ্ঞ, মনােরম, উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলাকর, মিত-মধুর-শােভন হৃদয়-গম্য, হৃদয়-প্ৰহ্নাদন, গম্ভীর, অপুনরুক্ত বাক্যে অনবরত অভিনন্দন করিতে করিতে ওস্তব করিতে করিতে এইরূপ বলিলেন।
জয় জয় হে নক! জয় জয় হে ভদ্রক! তােমার ভদ্র হউক, হে ক্ষত্রিয়-বর-বৃষভ ! জাগ হে ভগবন্ লােকনাথ ! সকল জগজ্জীবের হিতকর ধর্মতীর্থ প্রবর্তন কর। তাহা সর্বলােকে সর্বজীবের পরম হিতকর, সুখকর, ও নিঃশ্রেয়সকর হইবে। এই বলিয়া জয়-জয়ধ্বনি করিতে লাগিলেন।
মনুষ্য-জন্ম-সুলভ গৃহস্থ ধর্ম গ্রহণ ( অর্থাৎ বিবাহ) করিবার পূর্বেও কোশলীয় অহৎ ঋষভের অনুত্তর ও অপ্রতিপাতী আভােগিক নামক জ্ঞানদর্শন ছিল। তখন সেই অনুত্তর আভােগিক জ্ঞানদর্শনবলে ঋষভ আপন নিষ্ক্রমণ কাল (অর্থাৎ প্রব্রজ্যা গ্রহণের কাল) দেখিতে পান। দেখিতে পাইয়া তিনি হিরণ্য ত্যাগ করেন, সুবর্ণ ত্যাগ করেন, ধন ত্যাগ করেন, ধান্য ত্যাগ করেন, রাজ্য ত্যাগ করেন, রাষ্ট্র ত্যাগ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org