________________
জিনচরিত্র
২২৫
সর্বজ্ঞ হইলেন সর্বদর্শী হইলেন । তখন তিনি দেব, মনুষ্য ও অনুর সহ সমস্ত লোকের পর্যায় ( অবস্থা ) জানিতে পারেন এবং দেখিতে পান ৷ সর্বলোকে সর্ব জীবগণের মধ্যে কে কখন কোথা হইতে আসিতেছে, কোথায় যাইতেছে, কোথায় থাকিতেছে, কোথায় কোন্ যোনিতে জন্ম লইতেছে, ঊর্ধ্বে দেবলোকে যাইতেছে না নিম্নে জীবযোনি প্রাপ্ত হইতেছে, তাহাদের মনে কি তর্ক, কি ভাবনা ও কি বাসনা হইতেছে, তাহারা কি খাইতেছে, কি করিতেছে, তাহাদের অনুষ্ঠিত প্রকাশ্য কর্ম বা গোপন কর্ম, সমস্তই তিনি জানিতে পারেন ও দেখিতে পান । অর্হৎ-গণের নিকট কোনও রহস্য থাকে না। তিনি সেই সেই কাল, মন, বচন ও কায়যোগে বৰ্তমানৰ সৰ্ব লোকে সর্ব জীবের সৰ্ব ভাৰ জানিয়া ও দেখিয়া বিহার করিতে লাগিলেন ৷ ২১২ ৷
কোশলীয় অর্থৎ ঋষভের চুরাশি গণ ও চুরাশি গণধর ছিলেন ॥ ২১৩॥
কোশলীয় অর্থৎ ঋষভের চুরাশি সহস্র শ্রমণ লইয়া একটি উৎকৃষ্ট শ্রমণসম্পদ ছিল। ঋষভসেন ছিলেন তাঁহাদের মুখ্য ৷৷ ২১৪ ॥
কোশলীয় অর্থৎ ঋষভের তিন লক্ষ আর্যিকা লইয়া একটি উৎকৃষ্ট আর্যিকাসম্পদ ছিল। ব্রাহ্মী সুন্দরী ছিলেন তাঁহাদের মুখ্যা ॥ ২১৫ ॥
কোশলীয় অর্হৎ ঋষভের তিন লক্ষ পাঁচ সহস্র শ্রমণোপাসক লইয়া একটি উৎকৃষ্ট শ্রমণোপাসকসম্পদ ছিল। শ্রেয়াংস ছিলেন তাঁহাদের মুখ্য ৷৷ ২১৬ ৷
কোশলীয় অর্থৎ ঋষভের পাঁচলক্ষ চুয়ান্ন সহস্র শ্রমণোপাসিকা লইয়া একটি উৎকৃষ্ট শ্রমণোপাসিকাসম্পদ ছিল। সুভদ্রা ছিলেন তাঁহাদের মুখ্যা ॥ ২১৭ ৷৷
কোশলীয় অর্হৎ ঋষভের চার হাজার সাতশো পঞ্চাশ জন চতুর্দশ পূৰ্বী
O. P. 93-29
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org