________________
২২৭
জিনচরিত্র লইয়া একটি উৎকৃষ্ট চতুর্দশপূৰী-সম্পদ ছিল। তঁাহারা জিন না হইলেও জিন-সংকাশ ছিলেন, সর্ববিধ অক্ষর-সন্নিপাত জানিতেন এবং জিনগণের কায় অবিতথভাবে শাস্ত্রব্যাখ্যা করিতেন। ২১৮।
কোশলীয় অহৎ ঋষভের নয় সহস্র অবধিজ্ঞানী লইয়া একটি উৎকৃষ্ট অবধি-জ্ঞানি-সম্পদ ছিল ॥ ২১৯।
কোশলীয় অহৎ ঋষভের বিশ সহস্র কেবল জ্ঞানী লইয়া একটি উৎকৃষ্ট কেবল-জ্ঞানি-সম্পদ ছিল । ২২।
কোশলীয় অর্হৎ ঋষভের বিশ হাজার ছ'শো বৈভূত্য-বিদ্যাবিৎ লইয়া একটি উৎকৃষ্ট বৈভূত্য-বিদ্যাবিৎ-সম্পদ ছিল ॥ ২২১।
| কোশলীয় অহৎ ঋষভের বারাে হাজার ছ'শাে পঞ্চাশজন বিপুলমতি লইয়া একটি উৎকৃষ্ট বিপুলমতি-সম্পদ ছিল। তাহারা আড়াই দ্বীপ ও দুই সমুদ্রে অবস্থিত পর্যাপ্তবিকাশ সংজ্ঞাবান্ ও পঞ্চেন্দ্রিয়বান্ যে-সকল জীব আছে তাহাদের সকলের মনােগত ভাব জানিতেন ॥ ২২২।
কোশলীয় অহৎ ঋষভের বাবােহাজার ছ'শাে পঞ্চাশজন বাদী লইয়া একটি উৎকৃষ্ট বাদি-সম্পদ ছিল। ২২৩। • কোশলীয় অহৎ ঋষভের বিশ সহস্র অন্তেবাসী সিদ্ধ হইয়াছিলেন এবং চল্লিশ সহস্র আর্ষিক। অন্তেবাসী সিদ্ধা হইয়াছিলেন। ২২৪।
কোশলীয় অহৎ ঋষভের বাইশ হাজার ন’শো অনুত্তরােপপাতী লইয়া একটি উৎকৃষ্ট অনুত্তরােপপাতি-সম্পদ ছিল। তাহাদের কল্যাণকর গতি হইয়াছিল (অর্থাৎ তাহার কল্যাণকর বিমান লােক প্রাপ্ত হইয়াছিলেন)। ২২৫। | কোশলীয় অহৎ ঋষভের দ্বিবিধ অস্তকৃৎ-ভূমি ছিল। যথা : যুগান্তকৃৎ ভুমি ও পর্যায়কৃৎ ভূমি। অসংখ্য পুরুষ যাবৎ যুগান্তকৃৎ ভূমি ; অন্ত্যমুহূর্তে পর্যায় ভূমির অন্ত করিয়াছেন। ২২৬ ॥
সেই কালে সেই সময়ে কোশলীয় অহৎ ঋষভ বিশ লক্ষ পূর্ব ধরিয়া
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org