________________
জিনচরিত্র
২৪১
ও প্রতিপূর্ণ তাহার কণ্ঠ । বেল্লিত [ কম্পমান ] কর্কটের ন্যায় তাহার অক্ষি। বিষম ও ক্রমোন্নত তাহার বৃষভৌষ্ঠ। চঞ্চল, চপল ও পীন (স্থূল, মাংসল ) তাহার ককুদ। আলীন ও প্রমাণারূপ তাহার
যুক্ত পুচ্ছ ॥ ৩ ॥
একটি মহৎ শ্রীযুক্ত অভিষেক স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ॥ ৪ ॥
একটি মহৎ বিবিধ-কুসুমোপহিত মাল্যদাম দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ॥ ৫ ॥
উভয় পার্শ্বে উদ্গত একটি মহৎ চন্দ্রালোকের ও সূর্যালোকের গণ স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ॥ ৬ ॥ ৭ ॥
অনেক সহস্র কুড়ভী (?) তে পরিমণ্ডিত অভিরামদর্শন একটি মহৎ মহেন্দ্র-ধ্বজ স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ॥ ৮ ॥
একটি মহৎ মহেন্দ্র-কুম্ভ স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন। তাহার মধ্যে শ্রেষ্ঠ কমলসমূহ প্রবিষ্ট রহিয়াছে। সেই কুম্ভ সুরভি ও শ্রেষ্ঠ বারিতে পূর্ণ। পদ্ম ও উৎপল তাহার পিধান অর্থাৎ আচ্ছাদন । কণ্ঠে তাহার গুণ অর্থাৎ সূতা আবিদ্ধ অর্থাৎ বাঁধা রহিয়াছে ॥ ৯ ॥
একটি মহৎ পদ্ম-সরোবর স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন। তাহাতে বহু উৎপল, কুমুদ, নলিন, শতপত্র, সহস্রপত্র প্রভৃতি প্রস্ফুটিত পুষ্পের কেশর উপচিত ( স্তুপীকৃত ) রহিয়াছে ॥ ১০ ॥
.
প্রচুর বীচি, তরঙ্গ ও উর্মিতে পূর্ণ একটি মহান্ সাগর স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ॥ ১১ ॥
ত্রুটিক-শব্দে সংপ্রনদিত (শব্দিত ) একটি মহৎ দিব্য বিমান স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ॥ ১২ ॥
একটি মহান্ সর্বরত্নময় রত্নোচ্চয় স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন ৷ ১৩ ৷৷
O. P. 93-31
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org