________________
জিনচরিত্র।
২১৭ ; তুমি ভয় ও বিপদকে সহ করিতে সক্ষম। তােমার ধর্মে অবিঘ্ন হউক। এই বলিয়া জয়-জয়ধ্বনি করিতে লাগিল।
যাইবার পথে সহস্র সহস্র নয়নমালা তাহাকে দেখিতে লাগিল। সহস্র সহস্র বদনমালা তাহার স্তব করিতে লাগিল। সহস্র সহস্র হৃদয়মালা তাহাকে অভিনন্দন করিতে লাগিল। সহস্র সহস্র মনােরথমালা তাহাকে বিক্ষিপ্ত করিতে লাগিল। কান্তি, রূপ ও গুণের জন্য সকলে তাহাকে কামনা করিতে লাগিল। সহস্র সহস্র অঙ্গুলিমালা তাহার দিকে নির্দেশ করিতে লাগিল। বহু সহস্র নরনারীর সহস্র সহস্র অঞ্জলি তিনি দক্ষিণ হস্তদ্বারা প্রতিনন্দিত করিতে করিতে চলিলেন। সহস্র সহস্র ভবনপংক্তি অতিক্রম করিয়া করিয়া চলিলেন। তন্ত্রী (বীণা), করতাল, তূর্য, ঘনমৃদঙ্গ প্রভৃতি সহযােগে গীতবাদ্য হইতে লাগিল। তাহার সঙ্গে মধুর ও মনােহর জয়ধ্বনিনির্ঘোষ মিশিতে লাগিল। সেই মঞ্জু, মধুর জয় ধ্বনিতে [ নগরবাসিগণ ] প্রতিবােধিত হইতে লাগিল। বিপুল ঐশ্বর্যের উপযােগী সমস্ত জাকজমক সহকারে, সমস্ত সেনা, সমস্ত যান-বাহন ও সমস্ত অনুচরবর্গের সহিত, সব দল-বলের সঙ্গে, সর্ব সমাদরে, সমস্ত বিভবের সহিত, সমস্ত অলঙ্কার, সমস্ত সম্রম, সমস্ত স্বগণ, সমস্ত প্রজা, সমস্ত নট-নটী, সমস্ত তালাচর (অনুচর), সর্ব অবরােধ ( অন্তঃপুর), সর্ব পুষ্পমাল্যালঙ্কার-ভূষণ, সর্ব তূর্যনিনাদ, মহতী সমৃদ্ধি, মহা জাকজমক, মহতী সেনা, বিপুল যান-বাহন, শ্রেষ্ঠ তূর্য, যমক, সমগ প্রভৃতি বাদ্য, শঙ্খ, পণব, পটহ, ভেরী, ঝল্লরী, খরমুখী, দুন্দুভি প্রভৃতি বাদ্যধ্বনি ও নিনাদে নগর মুখরিত করিয়া তিনি যাত্রা করিলেন।
| সিদ্ধার্থবন নামক উদ্যানে সেই শ্রেষ্ঠ অশােক পাদপের তলায় তিনি শিবিকা স্থাপন করাইলেন। তারপর শিবিকা হইতে অবরােহণ করিলেন। অবরােহণ করিয়া স্বহস্তে আভরণ ও মাল্যালঙ্কার খুলিয়া
|
O.P. 93–28
Jain Education International
ducation International
For Personal & Private Use Only
For Personal & Private Use Only
www.jainelibrary.org
www.jainelibrary.org