________________
জিনচরিত্র
২১৯ ফেলিলেন। তারপর চারি মুষ্টিতে মস্তকের সমস্ত কেশ উৎপাটন বরিয়া ফেলিলেন। তারপর প্রতি তৃতীয় দিনে একমাত্র আহার গ্রহণ করিবার ও কোনও প্রকার পানীয় গ্রহণ না করিবার ব্রত লইয়া উত্তরাষাঢ়া নক্ষত্রের (সহিত চন্দ্রের) যােগে উগ্র (অর্থাৎ উচ্চ ) বংশীয়, ভােগ (অর্থাৎ ভােগৈশ্বর্যসম্পন্ন) বংশীয়, রাজন্যবংশীয় এবং ক্ষত্রিয়বংশীয় চারি সহস্র সঙ্গীসহ একখানিমাত্র দেবদূষ্য (বস্তু) লইয়া মূণ্ডিত হইয়া আগার (গৃহস্থাশ্রম ) ত্যাগ করিয়া অনাগারিকপ্রব্রজ্যা গ্রহণ করিলেন। ২১১।
কোশলীয় অহৎ ঋষভ এক সহস্র বৎসর কাল নিজ দেহের যত্ন ত্যাগ করিয়া কষ্ট সহ্য করিবার জন্য মুক্ত-নিশান দেহ নিত্য উৎসর্গ করিয়া রাখিয়াছিলেন। এই সময়ে যে-কোন উপসর্গ (দুঃখ ও কষ্ট বা বিপদ ) উৎপন্ন হইত, তাহা তিনি সর্বতােভাবে সহ্য করিতেন, ক্ষমা করিতেন এবং মিথ্যা বলিয়া বিশ্বাস করিতেন, তা সে উপসর্গ যে-কোনও কারণেই উৎপন্ন হউক না কেন?—দৈব কারণেই হউক, মনুষ্যকৃত কারণেই হউক, তির্যগ্যােনিকৃত কারণেই হউক, অনুলােম অর্থাৎ স্বাভাবিক কারণেই হউক আর প্রতিলােম অর্থাৎ প্রকৃতি-বিরুদ্ধ কারণেই হউক।
| তারপর কোশলীয় অহৎ ঋষভ অনাগারিক হইলেন। তিনি ঈর্ষা অর্থাৎ বিচরণে সংযত, ভাষায় সংযত, এষণা অর্থাৎ ইচ্ছায় সংযত, গ্রহণ-সঞ্চয়-ত্যাগে সংযত, মনে সংযত, বাক্যে সংযত, কায়ে সংযত হইলেন। মনােঞপ্তি, বাক্যগুপ্তি, কায়গুপ্তি, ইন্দ্রিয়গুপ্তি, ব্রহ্মচর্যগুপ্তি
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org