________________
জিনচরিত্র
৬৫
দীর্ঘায়ুঙ্কত্ব-বিধায়ক এবং কল্যাণ ও মঙ্গলের হেতু ত্রিশলা ক্ষত্রিয়াণীর দেখা এই স্বপ্নগুলি ॥ ৮১ ৷৷
তারপর সিদ্ধার্থ রাজা সেই স্বপ্ন-লক্ষণ-পাঠকদিগের এই কথা [ কানে ] শুনিয়া ও [ ধ্যানে ] ধারণা করিয়া হৃষ্টচিত্ত, আনন্দিত ও প্রীতিমনাঃ হইলেন । পরমসৌমনস্যবশে হর্ষ-বিসারিতহৃদয় হইলেন এবং [ বৃষ্টি- ]ধারায় আহত কদম্ববৎ তাঁহার লোমকূপসকল উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি করতলে বদ্ধ অঞ্জলির দশনখ মাথায় ঠেকাইয়া সেই স্বপ্ন-লক্ষণ-পাঠকগণকে এই কথা বলিলেন ॥ ৮২ ৷৷
“ভো দেবানুপ্রিয়গণ ! এ কথা যথার্থ । ভো দেবানুপ্রিয়গণ ! এ কথা প্ৰকৃত ।- ভো দেবানুপ্রিয়গণ ! এ কথাই সত্য। ভো দেবানুপ্রিয়গণ ! ইহাতে সন্দেহ নাই । ভো. দেবালুপ্ৰিয়গণ ! ইহাই অভীপ্সিত । ভো দেবানুপ্রিয়গণ ! ইহাই প্রত্যভীপ্সিত । ভো দেবানুপ্রিয়গণ ! আপনারা যে অর্থ বলিলেন তাহা সবই সত্য।” এই বলিয়া তিনি সেই স্বপ্নগুলি সম্যক্ বরণ করিয়া লইলেন। লইয়া সেই স্বপ্নলক্ষণ-পাঠকদিগকে বিপুল অশন, পুষ্প-বস্ত্র-গন্ধ-মাল্য-অলঙ্কারাদি দিয়া সৎকার করিলেন, সম্মানিত করিলেন। করিয়া জীবিকার উপযোগী বিপুল প্রীতিদান দেওয়াইলেন ৷ তারপর তাঁহাদিগকে বিদায় দিলেন ॥ ৮৩ ॥
তারপর সেই সিদ্ধার্থ ক্ষত্রিয় সিংহাসন হইতে উঠিলেন। উঠিয়া যেখানে যবনিকান্তরালে ত্রিশলা ক্ষত্রিয়াণী ছিলেন সেইখানে গেলেন । গিয়া ত্রিশলা ক্ষত্রিয়াণীকে এই কথা বলিলেন ॥ ৮৪ ॥
ওগো দেবানুপ্রিয়ে ! স্বপ্নশাস্ত্রে রিয়াল্লিশটি [ সাধারণ ] স্বপ্ন ও ত্রিশটি মহাস্বপ্ন, একুনে বাহাত্তরটি স্বপ্ন দৃষ্ট হইয়াছে । তারমধ্যে, ওগো দেবানুপ্রিয়ে ! অহং-গণের মাতারা অথবা চক্রবর্তিগণের মাতারা যখন তাঁহাদের কুক্ষিতে কোনও অর্হৎ বা কোনও চক্রধর প্রবেশ করেন তখন
O. P. 93-9
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org