________________
জিনচরিত্র ইন্দ্রিয়গুলি জয় কর। তােমার সম্যগ বিজিত শ্রমণ ধর্ম পালন কর। হে দেব ! বিসমূহ জয় করিয়া সিদ্ধিমধ্যে কাল কাটাও। তপস্যা প্রভাবে রাগ ( আসক্তি )-দোষরূপ মল্লকে জয় কর। ধৃতি (ধৈর্য বা স্থৈর্য ) রূপ ধণিকা (ধটিকা বা কৌপীন) দিয়া কাছা বাঁধিয়া উত্তম পবিত্র ধ্যানের সাহায্যে অষ্ট কর্মশত্রু মর্দন কর। অপ্রমত্ত হইয়া আরাধনা-পতাকা বহন কর। হে বীর ! এই ত্রৈলােক্য-রঙ্গ [ -মঞ্চ ]মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ অনুত্তর ‘কেবল’ জ্ঞানদর্শন লাভ কর যাহাতে [ অজ্ঞান -] তিমিরের আবিলতা নাই। শ্রেষ্ঠ জিনগণ কর্তৃক উপদিষ্ট অকুটিল মার্গে গমন করিয়া পরম পদ মােক্ষে উপনীত হও। বিঘ্ন সমূহের চমু তুমি বিনাশ করিয়াছ। জয় জয় হে ক্ষত্রিয়-বৃষভ! বহু দিবস, বহু পক্ষ, বহু মাস, বহু ঋতু, বহু অয়ন (অধ বৎসর), বহু সংবৎসর ধরিয়া নানা বিন্ন ও নানা উপসর্গকে ভয় না করিয়া তুমি ভয়। ও বিপদে সহিষ্ণুতা অবলম্বন করিতে সক্ষম হইয়াছ। তােমার ধর্মে অবিন্ন হউক। এই বলিয়া জয়-জয়ধ্বনি করিতে লাগিল। ১১৪।
* তারপর শ্রমণ ভগবান্ মহাবীর কুণ্ডপুর নগরের মধ্য দিয়া নির্গত হইয়া যেখানে জ্ঞাতি-ষণ্ড বন [উদ্যান এবং তাহার মধ্যে] যেখানে শ্রেষ্ঠ অশােক বৃক্ষ রহিয়াছে সেইখানে গেলেন। যাইবার পথে সহস্র সহস্র নয়নমালা তঁাহাকে দেখিতে লাগিল। সহস্র সহস্র বদনমালা তঁাহার স্তব করিতে লাগিল। সহস্র সহস্র হৃদয়মালা তাহাকে অভিনন্দন করিতে লাগিল। সহস্র সহস্র মনােরথমালা তাহাকে বিক্ষিপ্ত করিতে লাগিল। কান্তি, রূপ ও গুণের জন্য সকলে তাহাকে কামনা করিতে লাগিল। সহস্র সহস্র অঙ্গুলিমালা তাহার দিকে নির্দেশ করিতে লাগিল। বহু সহস্র নরনারীর সহস্র সহস্র অঞ্জলি তিনি দক্ষিণ হস্ত দ্বারা প্রতিনন্দিত করিতে করিতে চলিলেন। সহস্র সহস্র ভবনঋক্তি অতিক্রম করিয়া করিয়া চলিলেন। তন্ত্রী ( বীণা), তলতাল ( করতাল), তূর্য, ঘন-মৃদঙ্গ (খােল) প্রভৃতি সহযােগে গীতবাদ্য হইতে লাগিল। তাহার সঙ্গে মধুর ও মনােহর জয়ধ্বনি নির্ঘোষ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org