________________
১০৩
জিনচরিত্র অন্ত রচনার অধিকারী ) হন, পরিনির্বাণ ( চিরমুক্তি লাভ করেন এবং সর্বদুঃখহীন হন।
সেই (পঞ্চ বৎসরে গণিত ) যুগের চন্দ্র নামক দ্বিতীয় বৎসরে প্রীতিবধন মাসে, নন্দিবধন পক্ষে, সুব্রতাগ্নি নামক দিনে, ঐ দিনের নামান্তর উপশমী, দেবানন্দা নামক রাত্রিতে, ঐ রাত্রির নামান্তর নিঋতি, অর্চ নামক লবে, মুক্ত নামক প্রাণকে (অর্থাৎ শ্বাসে). সিদ্ধ নামক তােকে, নাগ করণে সর্বার্থ-সিদ্ধ নামক মুহুর্তে, স্বাতী নক্ষত্রের (সহিত চন্দ্রের) যােগে তিনি কালগত হন, ব্যতিক্রান্ত হন, সংসার ত্যাগ করিয়া সমুদ্যাত হন, জাতি-জরা-মরণের বন্ধন ছিন্ন করেন, সিদ্ধ হন, বুদ্ধ হন, মুক্ত হন, অন্তকৃৎ হন, পরিনির্বাণ লাভ করেন এবং সর্বদুঃখহীন হন। ১২৪।
যে রজনীতে শ্রমণ ভগবান্ মহাবীর কালগত হন,••••••••••••••সর্ব দুঃখহীন হন, সেই রজনীতে বহু দেব ও বহু দেবীর অববােহণ ও উত্থানে জগৎ উদ্যোতিত হইয়া উঠিয়াছিল। ১২৫ |
| যে রজনীতে শ্রমণ ভগবান্ মহাবীর কালগত হন,•••••••••সর্বদুঃখ প্রহীন হন, সেই রজনীতে বহু দেব ও বহু দেবী অবরােহণ ও উর্ধ্বে গমন করিতে থাকায় জগৎ উৎপিঞ্জলভূত অর্থাৎ কলরব-মুখরিত হইয়া ছিল এবং ‘কি হইল-কেন হইল ? রব উঠিয়াছিল । ১২৬। | যে রজনীতে শ্রমণ ভগবান মহাবীর কালগত হন,•••••••••সর্বদুঃখপ্রহীন হন, সেই রজনীতে তাঁহার জ্যেষ্ঠ অন্তেবাসী জ্ঞাতিজ গৌতম গােত্ৰীয় ইন্দ্রভূতির প্রিয়বন্ধন ( ভগবান্ মহাবীরের সহিত প্রীতির বন্ধন) উচ্ছিন্ন হয় এবং তিনি অনুত্তর, নিব্যাঘাত, নিরাবরণ, কৃৎস্ন, প্রতিপূর্ণ ‘কেবল’ নামক শ্রেষ্ঠ জ্ঞান দর্শন লাভ করেন। ১২৭ ॥
| যে রজনীতে শ্রমণ ভগবান মহাবীর কালগত হন,.........সর্বদুঃখপ্রচীন হন, সেই রজনীতে কাশী ও কোশলের নয়জন মল্লকী ও নয়জন
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org