________________
জিনচরিত্র
১৯৫
বিপুল অশনীয়, পানীয়, সুখাদ্য ও সুস্বাদ্য বস্তুসকল স্বাদ-বিস্বাদ বুঝিয়া বুঝিয়া, ভাগপূর্বক পরিবেশন করিয়া করিয়া [ সকলে মিলিয়া ] পরিভুঞ্জন করিয়া বিহার করিলেন। আহার ও ভােজনের পর আচমন করিয়া পরিষ্কার (চোক্ষ) ও পরমশুচি হইয়া সেই সব মিত্র, জ্ঞাতি, নিজজন, স্বজন, সংবন্ধিজন ও পরিজনদিগকে বিপুল পুষ্প, বস্ত্র, গন্ধমাল্য ও অলংকার দিয়া সৎকৃত ও সম্মানিত করিলেন। সৎকার ও সম্মাননার পর সেই মিত্র, জ্ঞাতি, নিজজন, স্বজন, সংবন্ধী ও পরিজনবর্গের সামনে এই কথা বলিলেন। ভাে দেবানুপ্রিয়গণ ! পূর্বে যখন আমাদের এই বালক গর্ভে ছিল তখনই আমাদের মনােমধ্যে এইরূপ ব্যাকুল প্রার্থনা সংকল্পিত হইয়াছিল ; যখন হইতে আমাদের এই বালক গর্ভে আসিয়াছে তখন হইতেই আমাদের হিরণ্যবৃদ্ধি, সুবর্ণবৃদ্ধি, ধনবৃদ্ধি, ধন্যবৃদ্ধি·•••••্যাবৎ••••••স্বাপতেয় বাড়িয়াছে, প্রীতিসৎকারও বাড়িয়াছে এবং সামন্ত রাজারাও বশে আসিয়াছে। সুতরাং যখন আমাদের এই বালক ভূমিষ্ঠ হইবে তখন এই বালকের এই সকল গুণের অনুরূপ গুণ-নিষ্পন্ন নাম ‘অরিষ্টনেমি রাখিব। আর আজ আমাদের মনােরথ সিদ্ধি ঘটিয়াছে ; সুতরাং আমাদের কুমার নামে হউক ‘অরিষ্টনেমি’। .
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org