________________
জিনচরিত্র
১৯১ করাও। লাজ বিকিরণ ও উল্লোচ ( = চন্দ্রাতপ ) বিস্তারণ দ্বারা মহিত (অর্থাৎ উৎসবিত) করাও। সরস গােশীর্ষ, রক্তচন্দন ও দৰ্দর নামক গন্ধদ্রব্য বঁটিয়া তাহা লইয়া নানাস্থানে পঞ্চাঙ্গুলিযুক্ত করতলের ছাপ দেওয়াও। মঙ্গলকলসসকল স্থাপন করাও। প্রতি তােরণের দ্বারদেশভাগ বনঘটে সুশােভিত করাও। ফুলের মালার সঙ্গে ফুলের মালা আলগা করিয়া ও ঘন করিয়া জড়াইয়া মােটা করিয়া সেই মােটা মালা দিয়া সব জায়গা সাজাইবার আদেশ দাও। শ্রেষ্ঠ কালাগুরু, কুরুক, তুরুক প্রভৃতির সহিত ধূপ পোড়াইয়া সমস্ত নগর সুগন্ধে মহ মহ করিয়া তােল, আর গন্ধদ্রব্য ছড়াইয়া তাহার সুগন্ধে সমস্ত নগরটিকে একটি গন্ধবতিকাতুল্য করিয়া ফেল। নট, নর্তক, জল্ল, মল, মুষ্টিক, বিড়ম্বক, কথক, পাঠক, লাসক, আরক্ষক, লজ্জ, মক্ষ, তৃণবাদক, তুষবীণাবাদক এবং তালাচর ও তাহাদের বহু অনুচর নিযুক্ত কর। তারপর যুপসহস্র ও মুসলসহস্র সহ উৎসব আরম্ভ করিয়া দাও। উৎসব আরম্ভ করিয়া দিয়া আমার আদেশপালনসংবাদ আমার নিকট জ্ঞাপন
- তারপর সেই কুটুম্বপুরুষগণ সমুদ্রবিজয় রাজা কর্তৃক এইরূপ আদিষ্ট হইয়া হৃষ্টতুষ্ট••••••যাবৎ••••••আদেশ গ্রহণ করিল। করিয়া সত্বর সৌরিকপুর নগরের চারশােধন (বলি-মুক্তি) করিয়া••••••যাবৎ•••••• উৎসব আরম্ভ করিয়া দিয়া যেখানে সমুদ্রবিজয় রাজা সেইখানে উপস্থিত হইল। হইয়া সমুদ্রবিজয় রাজার নিকট এই আজ্ঞা প্রতিপালনের সংবাদ জ্ঞাপন করিল। ' | তারপর সমুদ্রবিজয় রাজা যেখানে অট্টনশালা (ব্যায়ামাগার ) সেইখানে চলিলেন। সমস্ত অবরােধ (নারীবর্গ ) লইয়া পুষ্প, গন্ধবস্তু, মাল্যালঙ্কারাদি ভূষণ সহযােগে, ঢাক-ঢােল বাজাইয়া, বিপুল ঐশ্বর্যের অনুরূপ জাঁকজমক সহকারে অসংখ্য সেনা, যানবাহন ও অনুচরবর্গের সহিত ও বহু দল-বল লইয়া [ রাজা সমুদ্রবিজয় পুত্ৰজন্ম উপলক্ষে ] দশদিনব্যাপী স্থিতি-প্রতীজ্যা উৎসব সম্পাদন করিলেন। ঐ উৎসবে তুড়ি, যমক, গমক, শঙ্খ, পণব, ভেরি, ঝল্লরি, খরমুখী, হুড়ুক, মুরজ,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org