________________
পরিশিষ্ট ঘ
১৭২ সুত্তের অংশ [ যে রজনীতে অহৎ অরিষ্টনেমি ভূমিষ্ট হন, সেই রজনীতে বহু দেব ও বহু দেবীর অবতরণ ও উৎপতনে সবস্থান উদ্যোতিত হইয়াছিল।] যে রজনীতে অহৎ অরিষ্টনেমি ভূমিষ্ঠ হন, সেই রজনীতে বহু দেব ও বহু দেবী নিয়ে আগমন ও উধ্বে গমন করিয়াছিলেন বলিয়া (দেবদ্যুতিতে আলােকিত জগতে দেবসন্নিপাত ঘটিয়াছিল) [ সমস্ত জগৎ ] ভয়চকিত ও ‘কি হইল, কেন হইল ? শব্দে শব্দায়মান হইয়াছিল। যে রজনীতে অহৎ অরিষ্টনেমি ভুমিষ্ঠ হন, সেই রজনীতে বৈশ্রবণ কুবেরের আজ্ঞাধারী বহু তির্য ও জ্বম্ভক দেবগণ (অর্থাৎ কিন্নরগণ ) রাজা সমুদ্রবিজয়ের রাজভবনে হিরণ্য (=রজত ) বর্ষণ, সুবর্ণ-বর্ষণ, বজ্র (=হীরক)-বর্ষণ, বস্ত্র-বর্ষণ, আভরণ-বর্ষণ, পত্র-বর্ষণ, ফল-বর্ষণ, বীজ-বর্ষণ, মাল্যবৰ্ষণ, গন্ধদ্রব্য-বর্ষণ, বর্ণ (= চন্দন )-বর্ষণ, চুর্ণ বর্ষণ ও বসুধারা বর্ষণ করিয়াছিল। [ ‘প্রিয়-প্রয়ােজনে প্রিয় নিবেদন করি, তােমার প্রিয় হউক’—এই বলিয়া (পরিচারিকার ) মাথার মাল্যযুক্ত মুকুট খুলিয়া রাখিয়া মাথা ধােওয়াইল। তারপর ভবনপতি, ব্যস্তর, জ্যোতিষিক, বৈমানিক ও দেবগণ তীর্থকর-জন্ম-মাহাত্ম-জন্য কৃত্য সম্পাদন করিলে পর রাজা সমুদ্রবিজয় প্রত্যুষকালে নগর-গােপ্তগণকে ডাকিলেন। ডাকিয়া এই কথা বলিলেন। ভাে দেবানুপ্রিয়গণ ! শীঘ্র সৌরিকপুর নগরের চারশােধন (বনিমুক্তি) করিয়া দাও। [ বাজারের ] মান ও মাপ (অর্থাৎ ওজন ও পরিমাপ) বাড়াইয়া দাও। সৌরিকপুর নগরের অভ্যন্তরে ও বাহিরে অবস্থিত রাস্তার চৌমাথা, তেমাথা, চতুষ্কোণস্থান, নগরচত্বর, চতুদ্বার গৃহ, মহাপথ প্রভৃতি সকল স্থানেই জলসেচন, সম্মার্জন ও উপলেপন করাও। বড় রাস্তার মাঝখানে ও দোকানের পথে অসংখ্য মঞ্চ নির্মাণ করাও এবং সেই মঞ্চগুলিকে নানাবর্ণে বিভূষিত ধ্বজ ও পতাকায় মণ্ডিত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org