________________
. ১০৭
জিনচরিত্র প্রত্যাখ্যান করিয়াছেন। একথা কিজন্য বলা হইয়াছে ? ভদন্ত ! এখন হইতে সংযম দুরারাধ্য হইবে ॥ ১৩৩।
সেইকালে সেই সময়ে শ্রমণ ভগবান্ মহাবীরের চতুর্দশ সহস্র শ্রমণ লইয়া গঠিত একটি উৎকৃষ্ট শ্ৰমণ-সম্পদ ছিল। ইন্দ্রভূতি ছিলেন তাহাদের মুখ্য। ১৩৪।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের ছত্রিশ সহস্র আর্যিকা লইয়া গঠিত একটি উৎকৃষ্ট আর্ষিকা-সম্পদ ছিল। আর্ষিক। চন্দনা ছিলেন তাহাদের মুখ্যা। ১৩৫।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের একশত উনষষ্টি সহস্ৰ শ্ৰমণােপাসক লইয়া গঠিত একটি উৎকৃষ্ট শ্রমগােপাসক-সম্পদ ছিল। শঙ্খশতক ছিলেন তাহাদের মুখ্য। ১৩৬ ।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের তিন শত আঠার সমস্ৰ শ্ৰমণােপাসিকা লইয়া গঠিত একটি শ্রমণােপাসিকা-সম্পদ ছিল। সুলসা ও রেবতী ছিলেন তাঁহাদের মুখ্যা। ১৩৭।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের তিনশত চতুর্দশ-পূর্বী লইয়া গঠিত একটি উৎকৃষ্ট চতুর্দশ-পূর্থি-সম্পদ ছিল। ঐসকল চতুর্দশপূর্বীরা অ-জিন হইয়াও জিনসংকাশ ছিলেন, সর্ব অক্ষর-সন্নিপাত জানিতেন এবং জিনগণের মত অতিথ ভাবেই সত্য ব্যাখ্যা (ব্যাকরণ ) করিতেন। ১৩৮ |
শ্ৰমণ ভগবান্ মহাবীরের ত্রয়ােদশ শত অবধি-জ্ঞানী লইয়া গঠিত একটি উৎকৃষ্ট অবধি-জ্ঞানিসম্পদ ছিল। তাহারা অতি-শেষ-প্রাপ্ত ( অবধি জ্ঞানের চরম, সর্বজ্ঞত্বের ঈষন্নন জ্ঞানসম্পন্ন) ছিলেন। ১৩৯।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের সাত শত কেবল জ্ঞানী লইয়া গঠিত একটি উৎকৃষ্ট কেবল-জ্ঞানি-সম্পদ ছিল। তাহারা শ্রেষ্ঠ সংভিন্ন-জ্ঞানদর্শন-ধর ছিলেন। ১৪।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org