________________
জিনচরিত্র
১৮৩ দেবানুপ্রিয় ! কাজেই শিব দেবীর দেখা স্বপ্ন গুলি আবােগ্য, তুষ্টি, দীর্ঘায়ু, কল্যাণ ও মঙ্গলের কারক। তারপর সমুদ্রবিজয় রাজা সেই স্বপ্ন-লক্ষণ-পাঠকগণের এই কথা [ কানে ] শুনিয়া ও [ ধ্যানে ] ধারণা করিয়া হৃষ্ট-তুষ্ট••••••্যাবৎ••••••স্বপ্নলক্ষণ পাঠকগণকে এই কথা বলিলেন। “ভো দেবানুপ্রিয়গণ ! এ কথা যথার্থ ! ভো দেবানুপ্রিয়গণ ! এ কথা প্রকৃত। ভাে দেবানুপ্রিয়গণ ! এ কথাই সত্য। ভাে দেবানুপ্রিয়গণ ! ইহাতে সন্দেহ নাই। ভাে দেবানুপ্রিয়গণ ! ইহাই অভীপ্সিত। ভে। দেবানুপ্রিয়গণ ! আপনারা যাহা বলিলেন তাহা সবই সত্য।” এই বলিয়া তিনি স্বপ্নগুলি সম্যক্ বরণ করিয়া লইলেন। লইয়া সেই স্বপ্নলক্ষণপাঠকদিগকে বিপুল অশন, পুষ্প-বস্ত্রগন্ধমাল্য অলঙ্কারাদি দিয়া সৎকৃত ও সম্মানিত করিলেন। করিয়া জীবিকার উপযােগী বিপুল প্রতিদান দেওয়াইলেন। তারপর তাহাদিগকে বিদায় দিলেন। তারপর সমুদ্রবিজয় রাজা সিংহাসন হইতে উঠিলেন। উঠিয়া যেখানে যবনিকান্তরালে শিব দেবী ছিলেন সেইখানে গেলেন। গিয়া শিব দেবীকে এই কথা বলিলেন। “ওগো দেবানুপ্রিয়ে ! স্বপ্নশাস্ত্রে বেয়াল্লিশটি স্বপ্ন••••••যাবৎ••••••একটিমাত্র দেখিয়া জাগরিত হন।••••••যাবৎ• •••ধর্মবর চক্রবর্তী জিন হইবে।” তারপর শিব দেবী এই কথা শুনিয়া ও বুঝিয়া হৃষ্টতুষ্টা•••যাবৎ••• স্বপ্নগুলি সম্যক্ বরণ করিয়া লইলেন। বরণ করিয়া লইয়া সমুদ্রবিজয় রাজার অনুমতি লইয়া তিনি নানা মণিরত্নে খচিত বিবিধ চিত্রে
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org