________________
১৫৭
জিনচরিত্র বর্ষার প্রথম মাসে দ্বিতীয় পক্ষে শ্রাবণ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে পূর্বাহু সময়ে উত্তরকুরা নামক শিবিকায় আরােহণ করিয়া দ্বারাবতী নগরীর মধ্য দিয়া নির্গত হন। দেব, মনুষ্য ও অসুরগণ দলে দলে তাহার অনুগমন করেন। শাঙ্কি, চাক্রিক, মাঙ্গলিক, মুখমাঙ্গলিক, বর্ধমান (নরবাহী নর), পূষ্যমাণ (ভাট), ও ঘান্টিকগণ সেই ইষ্ট, কান্ত, প্রিয়, মনােজ্ঞ, মনােরম, উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলাকর, মিত-মধুর-শােভন, হৃদয়প্রহলাদন, অষ্টোত্তরশত অপুনরুক্ত বাক্যে অনবরত অভিনন্দন করিতে করিতে ও স্তব করিতে করিতে এই কথা বলিল ॥ জয় জয় হে ননক! জয় জয় হে ভদ্ৰক ! তােমার ভদ্র হউক। অভগ্ন ( অখণ্ড) জ্ঞানদর্শন ও চরিত্ৰদ্বারা তােমার অবিজিত ইন্দ্রিয়গুলি জয় কর। তােমার সম্যগবিজিত মণধর্ম পালন কর। হে দেব ! বিসমূহ জয় করিয়া সিদ্ধি মধ্যে কাল কাটাও। তপস্যাপ্রভাবে রাগ ( আসক্তি) -দোষ রূপ মল্লকে বিনাশ কর। ধৃতি রূপ ধটিকা দিয়া কাছা বাঁধিয়া উত্তম পবিত্র ধ্যান দ্বারা অষ্ট কর্মশত্রু মর্দন কর। অপ্রমত্ত হইয়া আরাধনা-পতাকা বহন কর। হে বীর! এই ত্রৈলােক্য রঙ্গ [ মঞ্চ ] মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ অনুত্তর কেবল-জ্ঞানদর্শন লাভ কর, যাহাতে [ অজ্ঞান] তিমিরের আবিলতা নাই। শ্রেষ্ঠ জিনগণ কতৃক উপদিষ্ট অকুটিল মার্গে গমন করিয়া পরমপদ মােক্ষে উপনীত হও। বিঘ্নসমূহের চম্ তুমি বিনাশ করিয়াছ। জয় জয় হে ক্ষত্রিয়বর-বৃষভ! বহু দিবস, বহু পক্ষ, বহু মাস, বহু ঋতু, বহু অয়ন, বহু সংবৎসর ধরিয়া নানা বিঘ্ন ও নানা উপসর্গকে ভয় না করিয়া তুমি ভয় ও বিপদে সহিষ্ণুতা অবলম্বন করিতে সক্ষম হইয়াছ। তােমার ধর্মে অবিঘ্ন হউক। এই বলিয়া [ তাহারা ] জয়-জয়ধ্বনি করিতে লাগিলেন। তারপর [ অহৎ অরিষ্টনেমির নগর-নিষ্ক্রান্তি-পথে ] সহস্র সহস্র নয়নমালা তাহাকে দেখিতে লাগিল, সহস্র সহস্র বদনমালা তাহার স্তব করিতে লাগিল, সহস্র সহস্র হৃদয়মালা তাহাকে অভিনন্দন করিতে লাগিল, সহস্র সহস্র মনােরথমালা তাহাকে বিক্ষিপ্ত করিতে লাগিল। কান্তি, রূপ ও গুণের জন্য সকলে তাহাকে কামনা করিতে লাগিল।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org