________________
জিনচরিত্র
১৬৫ ছিল। এই আয়ুষ্কালের অন্তে বেদনীয়-নাম-গােত্র [ নিঃশেষে ] ক্ষয় হইলে এই অবসপিণী কালপ্রবাহে দুঃসম-সুষমা যুগের বহু সমাগত হইলে গ্রীষ্মের চতুর্থ মাসে অষ্টম পক্ষে আষাঢ় মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে উজ্জিন্ত শৈলশিখরে পাঁচশত ছত্রিশজন অনগারের সঙ্গে প্রতি মান্তে একবারমাত্র পানীয়বিহীন আহার গ্রহণের ব্রত লইয়া চিত্রানক্ষত্রের [ সহিত চন্দ্রের ] যােগে মধ্যরাত্র সময়ে উপবিষ্ট অবস্থায় কালগত হন, ব্যতিক্রান্ত হন, সমুদ্যত হন, জন্ম-জরামরণের বন্ধন ছেদন করেন, সিদ্ধ হন, বুদ্ধ হন, মুক্ত হন, অন্তকৃৎ হন, পরিনির্বাণ লাভ করেন, সর্বদুঃখহীন হন। ১৮২
অহৎ অরিষ্টনেমির কালগত, ব্যতিক্রান্ত, সমুদ্যত, ছিন্ন-জরামরণ-বন্ধন, সিদ্ধ, বুদ্ধ, মুক্ত, অন্তকৃৎ, পরিনির্বাণপ্রাপ্ত এবং সর্বদুঃখপ্রহীন হইবার পর চুরাশি সহস্র বৎসর গত হইয়াছে। পঁচাশি সহস্র বৎসরের নয় শত বৎসর কাটিয়াছে, দশম শতকের অশীতিতম বৎসর চলিতেছে । ১৮৩।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org